SSC 2021 রিভিশন  + মডেল টেস্ট কার্যক্রমে ভর্তি চলছে

বিভাগ: উদ্ভাস নোটিশ বোর্ড | লেখক: উদ্ভাস

প্রিয় SSC শিক্ষার্থী বন্ধুরা,করোনা পরিস্থিতির জন্য একটা দীর্ঘ সময় ধরে তোমাদের পড়াশোনায় আগের মতো ধারাবাহিকতা নেই। যার ফলে বোর্ড পরীক্ষার সুষম প্রস্তুতি নিশ্চিতকরণে অনেকটাই বন্ধুরতা সৃষ্টি হয়েছে। একাডেমিক পড়াশোনা বাসায় হওয়ায়, তোমরা কতটুকু শিখেছো এবং তার কতটা ধারণ করেছো তা নিয়েও সংশয় সবার মনে।