উদ্ভাস-এর SSC মডেল টেস্ট ২০২০ কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: সেপ্টেম্বর 12, 2019

পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতায় উদ্ভাস-এ শুরু হতে যাচ্ছে SSC Model Test-2020. মডেল টেস্ট-এর উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক সিলেবাস একাধিকবার রিভিশন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীকে সম্পূর্ণরূপে প্রস্তুতকরণ। এসব উদ্দেশ্যকে মাথায় রেখে SSC Model Test-2020 কে ৪টি ধাপে সাজানো হয়েছে। ১ম ধাপে বিষয়ভিত্তিক রিভিশন ক্লাসের মাধ্যমে কঠিন/না বুঝা টপিকগুলো সহজভাবে বুঝে নেওয়া, ২য় ধাপে প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস সুন্দর ভাবে প্রস্তুতি গ্রহণ, ৩য় ধাপে সল্যুশন ক্লাসের মাধ্যমে খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নেওয়া এবং ৪র্থ ধাপে ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে বোর্ড পরীক্ষার পূর্বে নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুতকরণ।

অধ্যায়ভিত্তিক পরীক্ষা পর্বে প্রতিটি বিষয়কে ২টি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। সিলেবাস সুষমভাবে ভাগ করা হয়েছে। এছাড়া ১ দিন পরপর পরীক্ষা রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের পর্যাপ্ত সময় পায় এবং যানজট, ক্লান্তি ইত্যাদি কারণে প্রতিদিন-ই সময় নষ্ট না হয়। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই, যেসব শিক্ষার্থী গুরুত্বের সাথে উদ্ভাস-এর পরীক্ষাসমূহে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে তাদের GPA-৫ প্রাপ্তির হার অনেক বেশি। তাহলে আর দেরি কেন? আমন্ত্রণ রইলো উদ্ভাসের আঙ্গিনায়…

4 Steps Full Preparation:

1. বিষয় ভিত্তিক রিভিশন ক্লাস ৭টি।

2. অধ্যায়ভিত্তিক পরীক্ষা ২৩টি + সল্যুশন বুক ২৩টি।

3. বিষয়ভিত্তিক সল্যুশন ক্লাস ৬টি।

4. ফাইনাল মডেল টেস্ট (বোর্ড অনুরূপ) ১২টি + সল্যুশন বুক ১২টি।

সর্বমোট ৩৫টি পরীক্ষা, ৩৫টি সল্যুশন বুক এবং ৪৪৬৫ টি প্রশ্ন-সলভ

 পরীক্ষা শুরু: ১৭ নভেম্বর (রবিবার)   

প্রোগ্রাম ফি: ৮৫০০/- [২৪ অক্টোবর পর্যন্ত ১০০০/- ছাড়!]

পরীক্ষাভিত্তিক মেধাবৃত্তি: পরীক্ষাভিত্তিক মেধাবৃত্তি ৭০,০০০/- [ প্রতিটি পরীক্ষায় শীর্ষ ৫ জনকে প্রদান করা হবে মোট: ২০০০/- মেধাবৃত্তি]

চূড়ান্ত মেধাবৃত্তি: চূড়ান্ত মেধাবৃত্তি ৪,০০,০০০/- [ অধ্যায়ভিত্তিক ও ফাইনাল মডেল টেস্টের সম্মিলিত মেধাতালিকার ভিত্তিতে প্রথম ৫০০ জনকে প্রদান করা হবে। এছাড়াও প্রথম ৫০০ জনের জন্য থকবে সম্মাননা পুরস্কার]

ভর্তির নিয়মাবলী:

  • ভর্তি হওয়া যাবে দেশব্যাপী উদ্ভাস-এর সকল শাখায়।
  • ১ কপি রঙিন ছবি জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে।
  • প্রদেয় ফি এককালীন পরিশোধ করে ID Card সংগ্রহ করতে হবে।
  • সপ্তাহে ৭ দিনই অফিস খোলা। অভিভাবকগণও ভর্তি করাতে পারবেন।

 

 


< সকল পোষ্টে ফিরে চলুন