কিশোরগঞ্জ অঞ্চলে উদ্ভাস-এর ‘JSC জিনিয়াস’ প্রোগ্রামে ফ্রি রেজিস্ট্রেশন চলছে…

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: জুলাই 25, 2019

কিশোরগঞ্জ অঞ্চলের JSC-2019 পরীক্ষার্থীদের মধ্যে গণিত ও বিজ্ঞানের উপর প্রতিযোগিতামূলক MCQ পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত প্রথম ৭০জন (৩৫ জন ছেলে এবং ৩৫ জন মেয়ে) JSC Genius প্রত্যেকের জন্য ২০০/- টাকার নগদ মেধাবৃত্তি (সর্বমোট ১৪ হাজার টাকার নগদ মেধাবৃত্তি)।

 

পরীক্ষার সিলেবাস : গণিত: (অধ্যায় ১,৪ ও ৮) এবং বিজ্ঞান: (অধ্যায় ১,৬ ও ৭)

পূর্ণমান ও সময় : ৩০টি MCQ, ৩০ নম্বর, সময় ৩৫ মিনিট।

(প্রতি ৪টি MCQ ভুল উত্তরের জন্য ১টি শুদ্ধ উত্তরের সমান নম্বর কাটা যাবে)

অংশগ্রহণের নিয়ম : অংশগ্রহণকারীকে অবশ্যই জেএসসি-২০১৯ পরীক্ষার্থী হতে হবে।

পরীক্ষা কক্ষে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে (মোবাইল ফোন নিষিদ্ধ)।

পরীক্ষার তারিখ ও সময় : ২ আগস্ট, ২০১৯ (শুক্রবার)। মেয়ে- সকাল ১০টা, ছেলে- বিকাল ৩টা।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ৩০ জুলাই (রেজিস্ট্রেশন ফ্রি)।

পরীক্ষার কেন্দ্র : উদ্ভাস-উন্মেষ কিশোরগঞ্জ শাখা- বুলবুল ভিলা (৩য় তলা), বকুলতলা মোড়, খরমপট্টি, কিশোরগঞ্জ। ০১৭৮৭৬৮৭৫২৫, ০১৭১৩২৩৬৭৩৯

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/faa/1.5/16/1f449.pngরেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন: http://bit.ly/2LF8bCc

 


< সকল পোষ্টে ফিরে চলুন