খন্দকার মোঃ রাহাত হোসেন, KUET ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: জানুয়ারী 17, 2018

‘‘প্রতিটি বিষয় বুঝে বুঝে পড়া”

 

খন্দকার মোঃ রাহাত হোসেন, নটর ডেম কলেজ

BUET  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ৪৮তম

KUET ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

CUET  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ৩য়

 

পিতার নাম: খন্দকার মোঃ বেল্লাল হোসেন।

মাতার নাম: রোকসানা খানম।

জন্ম তারিখ: ২২ নভেম্বর, ১৯৯৮।

কলেজ: নটর ডেম কলেজ। 

প্রিয় পোশাক: পাঞ্জাবী।

প্রিয় রঙ: সবুজ।

প্রিয় খাবার: বিরিয়ানি। 

প্রিয় শখ: বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা।

প্রিয় তারকা: মাশরাফি বিন মর্তুজা। 

প্রিয় খেলা:  ক্রিকেট।

স্মরণীয় ঘটনা: সপরিবারে কক্সবাজার ভ্রমণ।

আদর্শ মানুষ: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)।

দেশ ভাবনা: একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই এবং দেশের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকতে চাই।

যেভাবে পড়াশোনা করতাম: প্রতিদিন কম-বেশী যতটুকু পড়তাম, মনোযোগ সহকারে পড়ার ও বুঝে পড়ার চেষ্টা করতাম।

ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুতি নেয়া উচিত: প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা, প্রতিটি বিষয় বুঝে বুঝে পড়া ও সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কর।

 

উদ্ভাস: ভালো মানুষ আর একজন ভালো প্রকৌশলী-এই দুইয়ের সংমিশ্রণ কিভাবে সম্ভব বলে মনে কর?

রাহাত: কর্মক্ষেত্রে সৎ থাকাটাই ভালো প্রকৌশলীকে ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পারে।

উদ্ভাস: তোমার কাছে পৃথিবীতে আগমনের হেতু কি?

রাহাত: মূলত সৃষ্টিকর্তার উপাসনা করা ও মানুষের সাহায্যে পাশে দাঁড়ানো।

উদ্ভাস: আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা তোমার কোনটি মনে হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী?

রাহাত: যানজট, এক্ষেত্রে ঢাকামুখী মনোভাবের পরিবর্তন আনতে হবে।

উদ্ভাস: টাইম মেশিন দিয়ে অতীতে ফিরে যাওয়ার সুযোগ পেলে কোন মুহূর্ত গুলোতে ফিরে যাবে?

রাহাত: শৈশবের সোনালী দিনগুলোতে।

উদ্ভাস: প্যাশন বিষয়টাকে তুমি কিভাবে দেখ? তোমার পড়াশোনা সেক্ষেত্রে কতটুকু ক্ষতিগ্রস্থ হবে বা উপকারে আসবে?

রাহাত: প্যাশন থাকলে এবং সে অনুসারে সর্বোচ্চ চেষ্টা করলে ভালো করা সম্ভব।

উদ্ভাস: নিজের দুর্বলতাগুলো নিয়ে কিভাবে কাজ কর?

রাহাত: দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো সমাধানের চেষ্টা করি।

উদ্ভাস: বুয়েটে না হলে কোন বিষয়ে বা কোথায় পড়াশোনা করতে চাইতে এবং কেন?

রাহাত: ঢাবি-জেনেটিক্স।

উদ্ভাস: ভালোলাগা অথবা দায়বদ্ধতা কোনটাকে বেশী প্রাধান্য দাও?

রাহাত: অবশ্যই ভালো লাগাকে।

উদ্ভাস: দুই লাইনে তোমার সম্পর্কে বলতে বললে কি বলবে?

রাহাত: পিতা-মাতার প্রতি অনুরাগী।

উদ্ভাস: হঠাৎ কোন বিপদের সম্মুখীন সর্বপ্রথম যার কথা মনে পড়ে?

রাহাত: মহান সৃষ্টিকর্তা।

‘‘প্রতিটি বিষয় বুঝে বুঝে পড়া”

 

খন্দকার মোঃ রাহাত হোসেন, নটর ডেম কলেজ

BUET  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ৪৮তম

KUET ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

CUET  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ৩য়

 

পিতার নাম: খন্দকার মোঃ বেল্লাল হোসেন।

মাতার নাম: রোকসানা খানম।

জন্ম তারিখ: ২২ নভেম্বর, ১৯৯৮।

কলেজ: নটর ডেম কলেজ। 

প্রিয় পোশাক: পাঞ্জাবী।

প্রিয় রঙ: সবুজ।

প্রিয় খাবার: বিরিয়ানি। 

প্রিয় শখ: বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা।

প্রিয় তারকা: মাশরাফি বিন মর্তুজা। 

প্রিয় খেলা:  ক্রিকেট।

স্মরণীয় ঘটনা: সপরিবারে কক্সবাজার ভ্রমণ।

আদর্শ মানুষ: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)।

দেশ ভাবনা: একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই এবং দেশের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকতে চাই।

যেভাবে পড়াশোনা করতাম: প্রতিদিন কম-বেশী যতটুকু পড়তাম, মনোযোগ সহকারে পড়ার ও বুঝে পড়ার চেষ্টা করতাম।

ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুতি নেয়া উচিত: প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা, প্রতিটি বিষয় বুঝে বুঝে পড়া ও সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কর।

 

উদ্ভাস: ভালো মানুষ আর একজন ভালো প্রকৌশলী-এই দুইয়ের সংমিশ্রণ কিভাবে সম্ভব বলে মনে কর?

রাহাত: কর্মক্ষেত্রে সৎ থাকাটাই ভালো প্রকৌশলীকে ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পারে।

উদ্ভাস: তোমার কাছে পৃথিবীতে আগমনের হেতু কি?

রাহাত: মূলত সৃষ্টিকর্তার উপাসনা করা ও মানুষের সাহায্যে পাশে দাঁড়ানো।

উদ্ভাস: আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা তোমার কোনটি মনে হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী?

রাহাত: যানজট, এক্ষেত্রে ঢাকামুখী মনোভাবের পরিবর্তন আনতে হবে।

উদ্ভাস: টাইম মেশিন দিয়ে অতীতে ফিরে যাওয়ার সুযোগ পেলে কোন মুহূর্ত গুলোতে ফিরে যাবে?

রাহাত: শৈশবের সোনালী দিনগুলোতে।

উদ্ভাস: প্যাশন বিষয়টাকে তুমি কিভাবে দেখ? তোমার পড়াশোনা সেক্ষেত্রে কতটুকু ক্ষতিগ্রস্থ হবে বা উপকারে আসবে?

রাহাত: প্যাশন থাকলে এবং সে অনুসারে সর্বোচ্চ চেষ্টা করলে ভালো করা সম্ভব।

উদ্ভাস: নিজের দুর্বলতাগুলো নিয়ে কিভাবে কাজ কর?

রাহাত: দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো সমাধানের চেষ্টা করি।

উদ্ভাস: বুয়েটে না হলে কোন বিষয়ে বা কোথায় পড়াশোনা করতে চাইতে এবং কেন?

রাহাত: ঢাবি-জেনেটিক্স।

উদ্ভাস: ভালোলাগা অথবা দায়বদ্ধতা কোনটাকে বেশী প্রাধান্য দাও?

রাহাত: অবশ্যই ভালো লাগাকে।

উদ্ভাস: দুই লাইনে তোমার সম্পর্কে বলতে বললে কি বলবে?

রাহাত: পিতা-মাতার প্রতি অনুরাগী।

উদ্ভাস: হঠাৎ কোন বিপদের সম্মুখীন সর্বপ্রথম যার কথা মনে পড়ে?

রাহাত: মহান সৃষ্টিকর্তা।


< সকল পোষ্টে ফিরে চলুন