নুসরাত সুবাহ্ বিনতে সাখাওয়াত, MIST ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: জানুয়ারী 21, 2018

  ‘‘পড়াশোনায় যথাসম্ভব বেশি সময় দেয়া উচিত’’

 

নুসরাত সুবাহ্ বিনতে সাখাওয়াত, বগুড়া ক্যান্ট. পাবলিক কলেজ

BUET  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১২তম

MIST  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

SAU    ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

BUTEX ‘A’ ভর্তি পরীক্ষা - ২০১৭ : ৩য়

 

               

নাম: নুসরাত সুবাহ্ বিনতে সাখাওয়াত।  

পিতার নাম: মোঃ সাখাওয়াত হোসেন।

মাতার নাম: রোকসানা আক্তার।

জন্ম তারিখ: ০৬ মার্চ, ১৯৯৯।

কলেজ: বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ।

প্রিয় পোশাক: সালোয়ার কামিজ।

প্রিয় রঙ: নীল।

প্রিয় খাবার: চকলেট, আইসক্রিম।

প্রিয় শখ: বই পড়া।

প্রিয় তারকা: ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রিয় খেলা: ক্রিকেট।

স্মরণীয় ঘটনা: বুয়েটে চান্স পাওয়া।

আদর্শ মানুষ: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)।

দেশ ভাবনা: যানজটমুক্ত, দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিমনস্ক মানুষদের বাংলাদেশ দেখতে চাই।

যেভাবে পড়াশোনা করতাম: আমি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতাম এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার চেষ্টা করতাম।

ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুতি নেয়া উচিত: এইচ.এস.সি. পরীক্ষার পর থেকেই উদ্ভাসের নির্দেশনা অনুসরণ করে নিয়মিত সময় দেয়া উচিত এবং পড়াশোনায় যথাসম্ভব বেশি সময় দেয়া উচিত।

 

উদ্ভাস: ভালো মানুষ আর একজন ভালো প্রকৌশলী -এই দুইয়ের সংমিশ্রণ কিভাবে সম্ভব বলে মনে কর?

সুবাহ্: মানবিক আবেগের দিক ঠিক রেখে পড়াশোনা করলে এর সংমিশ্রণ সম্ভব।

উদ্ভাস: প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে আমাদের আবেগ অনুভূতির জায়গা কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে মনে কর?

সুবাহ্: আবেগ অনুভূতি কিছুটা ক্ষতিগ্রস্থ হচ্ছে। কারণ, মানুষ প্রযুক্তি নিয়েই বেশি ব্যস্ত।

উদ্ভাস: কিভাবে পড়াশোনা করতে?

সুবাহ্: নিয়মিত এবং শিক্ষকদের পরামর্শ অনুযায়ী পড়াশোনা করতাম।

উদ্ভাস: বাংলাদেশে জন্মানোর ইতিবাচক দিকগুলো নিয়ে কি কখনো চিন্তা করেছ, করলে সেই বিষয়গুলো কি কি?

সুবাহ্: ইতিবাচক দিক এদেশের প্রাকৃতিক সৌন্দর্য আর এদেশের মানুষের সরলতা।

উদ্ভাস: শেষ কি বই পড়েছ?

সুবাহ্: চাঁদের পাহাড়।

উদ্ভাস: আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা তোমার কোনটি মনে হয়, সেক্ষেত্রে করণীয় কী?

সুবাহ্: দুর্নীতি, আমাদের সবার দুর্নীতি না করার এবং প্রশ্রয় না দেয়ার শপথ নেয়া উচিত।

উদ্ভাস: জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী মনে হয়েছে তোমার?

সুবাহ্: জাতীয় গণিত ক্যাম্পে সুযোগ পাওয়া।

উদ্ভাস: টাইম মেশিন দিয়ে অতীতে ফিরে যাওয়ার সুযোগ পেলে কোন মুহূর্ত গুলোতে ফিরে যাবে?

সুবাহ্: ছোটবেলায়।

উদ্ভাস: প্যাশন বিষয়টাকে তুমি কিভাবে দেখ? তোমার পড়াশোনা সেক্ষেত্রে কতটুকু ক্ষতিগ্রস্থ হবে বা উপকারে আসবে?

সুবাহ্: প্রকৌশলী হওয়াই আমার প্যাশন, যা অবশ্যই আমার পড়াশোনার উপরই নির্ভরশীল।

উদ্ভাস: কেন প্রকৌশলী হতে চাও?

সুবাহ্: গণিত ও পদার্থবিজ্ঞানের প্রতি ভালোবাসার জন্য।

উদ্ভাস: পেশা জীবনে তোমার স্বপ্নগুলো কিভাবে পূরণ করবে?

সুবাহ্: কঠোর পরিশ্রমের মাধ্যমে ।


< সকল পোষ্টে ফিরে চলুন