মেধাবৃত্তি প্রতিযোগিতা “SSC Math MCQ Star”-এ রেজিস্ট্রেশন চলছে…

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: অক্টোবর 07, 2018

২০১৯ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ‘গণিত ভীতি দূরীকরণ এবং গণিত প্রস্তুতি দৃঢ়করণ’-এ লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে ‘উদ্ভাস’-এর গণিত বিষয়ে মেধাবৃত্তি প্রতিযোগিতা “SSC Math MCQ Star”.  

“SSC Math MCQ Star”- এর গুরুত্বপূর্ণ তথ্য:

২০১৯ সালের যেকোন SSC পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় ভর্তি হতে পারবে। ভর্তির সময় পাবে ‘উদ্ভাস’ প্রকাশিত ‘All Board SSC Math MCQ প্রশ্নব্যাংক’ (সকল বোর্ড-এর বিগত ৪ বছরের SSC পরীক্ষার Math MCQ প্রশ্ন ও সমাধান)। পরীক্ষার সিলেবাস- ‘All Board SSC Math MCQ প্রশ্নব্যাংক’ এবং পরীক্ষার ধরন- ৩৫ টি MCQ, ৩৫ নম্বর, ৩০ মিনিট।  

“SSC Math MCQ Star”- এর পরীক্ষা সংক্রান্ত তথ্য:

রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করে ২১ অক্টোবর, ২০১৮ এর মধ্যে উদ্ভাসের যেকোন শাখায় জমা দিতে হবে। পরীক্ষা ২৩ অক্টোবর, ২০১৮ (মঙ্গলবার) পূজার ছুটিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়- মেয়ে: সকাল ৮ টা/সকাল ৯:৩০ টা/সকাল ১১:০০ টা এবং ছেলে: বিকাল ২:৩০ টা/বিকাল ৪:০০ টা/বিকাল ৫:৩০ টা।

ভর্তি ফি: ৩০০/- (তিনশত টাকা মাত্র)

উৎসাহমূলক মেধাবৃত্তি: ৩ লক্ষ টাকা (প্রথম ১০০০ জন * ৩০০/-)  


< সকল পোষ্টে ফিরে চলুন