মোঃ রফিকুল ইসলাম রাফি, CUET ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: জানুয়ারী 17, 2018

‘‘দুর্বলতা যথাযথভাবে সবল দিকে রূপান্তর করা উচিত’’
 

মোঃ রফিকুল ইসলাম রাফি, সরকারি আনন্দ মোহন কলেজ

BUET  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১৩তম

CUET  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

BAU  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

SUST ‘B’  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ২য়

DU_KA  ভর্তি পরীক্ষা - ২০১৭ : ৩য়

 

 

নাম: মোঃ রফিকুল ইসলাম রাফি।

পিতার নাম: মোঃ আসাদুজ্জামান।

মাতার নাম: রোকেয়া সুলতানা।

জন্ম তারিখ: ৩১ ডিসেম্বর, ১৯৯৯।

কলেজ: সরকারি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।

প্রিয় পোশাক: টি-শার্ট, ট্রাওজার।

প্রিয় রঙ:  সব রঙ-ই কমবেশী ভালো লাগে।

প্রিয় খাবার: যেকোনো তৈলাক্ত খাবার।

প্রিয় শখ:  সমালোচনা।

প্রিয় তারকা: সাকিব আল হাসান।

প্রিয় খেলা: ক্রিকেট।

স্মরণীয় ঘটনা: বুয়েট ভর্তি পরীক্ষার আগের দিন রাতে ঘুম না হওয়া।

আদর্শ মানুষ: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)।

দেশ ভাবনা: বাংলাদেশ উন্নত দেশে পরিণত হোক।

যেভাবে পড়াশোনা করতাম: আহামরি কোনো কৌশল অবলম্বন করতাম না; পড়াশোনা করতে ভালো লাগতো তাই পড়তাম।

ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুতি নেয়া উচিত: সকলেরই নিজ নিজ দুর্বলতা যথাযথভাবে সবল দিকে রূপান্তর করা উচিত।

 

উদ্ভাস: ভালো মানুষ আর একজন ভালো প্রকৌশলী-এই দুইয়ের সংমিশণ কিভাবে সম্ভব বলে মনে কর?

রাফি: ভালো প্রকৌশলী হয়ে নতুন কিছু

উদ্ভাবনের মাধ্যমে।

উদ্ভাস: কিভাবে পড়াশোনা করতে?

রাফি: আহামরি কৌশল অবলম্বন করতাম না;  পড়াশোনা করতে ভালো লাগতো, তাই পড়তাম।

উদ্ভাস: তোমার কাছে পৃথিবীতে আগমনের হেতু কি?

রাফি: আল্লাহ্ তা’আলার ইবাদত করা ও ইসলামের পথে চলা।

উদ্ভাস:  স্বপ্ন আর বাস্তবতার মধ্যে কিভাবে সমন্বয় কর?

রাফি: বাস্তবে যা করতে চাই তা আগেই স্বপ্ন দেখে।

উদ্ভাস: বাংলাদেশে জন্মানোর ইতিবাচক দিকগুলো নিয়ে কি কখনো চিন্তা করেছ, করলে সেই বিষয়গুলো কি কি?

রাফি: দেশপ্রেম, সহমর্মিতা ইত্যাদি।

উদ্ভাস: শেষ কি বই পড়েছ?

রাফি: আব্দুল মতিনের-  Differential Calculus. উদ্ভাস: আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা তোমার কোনটি মনে হয়,  সেক্ষেত্রে আমাদের করণীয় কী?

রাফি: স্বজনপ্রীতি; ইহা কমানো।

উদ্ভাস: জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী মনে হয়েছে তোমার?

রাফি: যেকোনো কিছু ১০০% করা।

উদ্ভাস: টাইম মেশিন দিয়ে অতীতে ফিরে যাওয়ার সুযোগ পেলে কোন মুহূর্ত গুলোতে ফিরে যাবে?

রাফি: ভর্তি পরীক্ষার দিনগুলোতে।

উদ্ভাস: পড়া বইয়ের মধ্যে যে চরিত্রটি সব সময় প্রেষিত করে?

রাফি: আলবার্ট আইনস্টাইন।

উদ্ভাস:  ভার্চুয়াল ওয়ার্ল্ড সম্পর্কে তোমার অবজারভেশন কি?

রাফি: ইতিবাচক দিকগুলো খুবই গুরুত্বপূর্ণ।

উদ্ভাস:  নিজের দুর্বলতাগুলো নিয়ে কিভাবে কাজ কর?

রাফি: চ্যালেঞ্জ নিয়ে।

উদ্ভাস: বুয়েটে না হলে কোন বিষয়ে বা কোথায় পড়াশোনা করতে চাইতে এবং কেন?

 রাফি: Genetic Engineering- এ, গবেষণার জন্য ।

 

 


< সকল পোষ্টে ফিরে চলুন