‘ ইঞ্জিনিয়ারিং ফাইনাল মডেল টেস্ট ২০১৮’- কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: আগস্ট 26, 2018

ইঞ্জিনিয়ারিং-এ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে  ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে তাদের পড়াশোনার অবস্থা সম্পর্কে সচ্ছ ধারনা অর্জন করতে পারে। ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, সময়, মান ইত্যাদির সাথে পরিচিত এবং নির্ধারিত সময়ে সঠিক প্রশ্ন নির্বাচন করতে পারে; তার জন্যই উদ্ভাস এর ‘ইঞ্জিনিয়ারিং ফাইনাল মডেল টেস্ট ২০১৮’ কার্যক্রম। যেখানে ভর্তিকৃত শিক্ষার্থীদের পেপার ফাইনাল, প্রশ্নব্যাংক স্পেশাল, ঢাবি ‘ক’ সম্ভাবনা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্পেশাল মডেল টেস্ট; এ ৪(চার) ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য থাকছে; ১টি উদ্ভাস ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক, ১টি উদ্ভাস বিজ্ঞান-প্রযুক্তি প্রশ্নব্যাংক, ১টি উদ্ভাস ভার্সিটি ‘ক’ প্রশ্নব্যাংক, ১৬টি পরীক্ষা ও সলভ শীট, বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্পেশাল মডেল টেস্ট এবং উচ্চ শিক্ষাবৃত্তি ৯ লক্ষ ৭৩ হাজার টাকা।

শুরু: ৫ সেপ্টেম্বর

ভর্তি ফি: সর্বসাকুল্যে ২০০০/-

ভর্তি চলবে উদ্ভাস-এর সকল শাখায়

 


< সকল পোষ্টে ফিরে চলুন