নোশিন, BUET স্থাপত্য ভর্তি পরীক্ষা - ২০১৭ : ১ম

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: জানুয়ারী 17, 2018

‘‘অবশ্যই বারবার অনুশীলন করতে হবে’’

 

নাম: নোশিন উলফাত।

পিতার নাম: মোঃ আবু বকর সিদ্দিক।

মাতার নাম: নূরুন নেসা খাতুন।

জন্ম তারিখ: ২৬ নভেম্বর, ১৯৯৯।

কলেজ: রাজশাহী কলেজ।

প্রিয় পোশাক:  জিপসি।

প্রিয় রঙ: লাল-সবুজ।

প্রিয় খাবার: ফুচকা। 

প্রিয় শখ: বই পড়া, ছবি আঁকা।

প্রিয় খেলা: দাবা। 

স্মরণীয় ঘটনা: বুয়েটে স্থাপত্যে ১ম হওয়া।

আদর্শ মানুষ: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। 

দেশ ভাবনা: নিজের পেশার মাধ্যমে এবং অপরের প্রতি দায়িত্ববোধ থেকে দেশের কল্যাণের চেষ্টা করব।

যেভাবে পড়াশোনা করতাম: রুটিন করে পড়তাম এবং প্রতিদিন চেষ্টা করতাম রুটিনের পড়া শেষ করে আরও অতিরিক্ত কিছুটা পড়ার। এটা মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ বলে মনে হয়।

ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুতি নেয়া উচিত: রেগুলার থাকা জরুরি। আজকের পড়া কখনোই কালকের জন্য ফেলে রাখা যাবে না এবং অবশ্যই বারবার অনুশীলন করতে হবে।

 

উদ্ভাস: ভালো মানুষ আর একজন ভালো প্রকৌশলী-এই দুইয়ের সংমিশ্রণ কিভাবে সম্ভব বলে মনে কর?

নোশিন: নিজের পেশায় সৎভাবে থাকতে হবে।

উদ্ভাস: প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে আমাদের অনুভূতির জায়গা কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে মনে কর?

নোশিন: এটা ব্যক্তি বিশেষের ওপর নির্ভরশীল। কে সমাজজীবনকে কতটা গুরুত্ব দিবে এটা তার ওপর নির্ভরশীল।

উদ্ভাস: কিভাবে পড়াশোনা করতে?

নোশিন: একটা মুহূর্তও যেন কোনো অপ্রয়োজনীয় কাজে ব্যয় না হয় সে চেষ্টা করতাম। দিনের পড়া দিনে শেষ করতাম।

উদ্ভাস: তোমার কাছে পৃথিবীতে আগমনের হেতু কি?

নোশিন: পৃথিবীকে সুন্দর, শান্তিপূর্ণভাবে গড়ে তোলা।

উদ্ভাস: আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা তোমার কোনটি মনে হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী?

নোশিন: যানজট। এক্ষেত্রে পরিকল্পিত সড়ক ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ।

উদ্ভাস: জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী মনে হয়েছে তোমার?

নোশিন: ভর্তিযুদ্ধে টিকে থাকা।

উদ্ভাস: প্যাশন বিষয়টাকে তুমি কিভাবে দেখ? তোমার পড়াশোনা সেক্ষেত্রে কতটুকু ক্ষতিগ্রস্থ হবে বা উপকারে আসবে?

নোশিন: প্যাশন পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত জরুরী। আমার পড়াশোনা সেক্ষেত্রে পুরোপুরি উপকারে আসবে।

উদ্ভাস: কেন প্রকৌশলী হতে চাও?

নোশিন: দেশের উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তির খাতকে এগিয়ে নেওয়ার জন্য।

উদ্ভাস: পেশা জীবনে তোমার স্বপ্নগুলো কিভাবে পূরণ করবে?

নোশিন: একনিষ্ঠ অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে।

উদ্ভাস: পড়া বইয়ের মধ্যে যে চরিত্রটি সব সময় প্রেষিত করে?

নোশিন: “আমি গুপ্তচর” উপন্যাসের মার্থা নোকার্ট একজন আর্দশ দেশপ্রেমিক।

উদ্ভাস: বুয়েটে না হলে কোন বিষয়ে বা কোথায় পড়াশোনা করতে চাইতে এবং কেন?

নোশিন: রুয়েট-এ CSE  পড়তে চাইতাম।


< সকল পোষ্টে ফিরে চলুন