৯ম বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স ২০২২

নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের বার্ষিক পরীক্ষার পূর্বে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্নে “৯ম বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স ২০২২”। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির মান যাচাই করে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। এর দ্বারা তোমাদের প্রস্তুতি হবে আরো গোছানো এবং মানসম্মত। যেকারণে তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট তুলনামূলক আরো ভালো হবে।

Enroll Now
Image

►৯ম বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স কী?

নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের বার্ষিক পরীক্ষার পূর্বে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্নে “৯ম বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স”। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির মান যাচাই করে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। এর দ্বারা তোমাদের প্রস্তুতি হবে আরো গোছানো এবং মানসম্মত। যেকারণে তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট তুলনামূলক আরো ভালো হবে।


►৯ম বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্সটি কাদের জন্য:
  • যারা আসন্ন বার্ষিক পরীক্ষার উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তুতি নিতে চাও।
  • দীর্ঘ প্রস্তুতির পর এখন যারা নিজের অবস্থান যাচাই করতে চাও।
  • অধ্যায়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যারা সুষম প্রস্তুতি নিশ্চিত করতে চাও।
  • যারা দুর্বল টপিকগুলো সল্যুশন ক্লাস দ্বারা স্ট্রং করতে চাও।
  • অল্প সময়ে যারা প্রস্তুতি নিয়ে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও।
► ৯ম বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্সটি কেন প্রয়োজন?
  • প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিয়ে ভুলগুলো নির্ণয় করে পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিশ্চিত করা।
  • ফুল সিলেবাসের উপর নিয়মিত পরীক্ষা দিয়ে বার্ষিক পরীক্ষার পুর্বে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করা।
  • বার্ষিক পরীক্ষার পূর্বে চ্যাপ্টারওয়াইজ এক্সাম ও ফুল সিলেবাস এক্সাম দিয়ে সিলেবাস একাধিকবার রিভিশন দেওয়া।
  • ধারাবাহিক পরীক্ষা ও সল্যুশন ক্লাসের মাধ্যমে বার্ষিক পরীক্ষার পূর্বেই প্রতিটি টপিকের খুটিনাটি ভুলগুলো শুধরে নেওয়া।
  • প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে সময়ের দিকটা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত কার্যকরী। নির্দিষ্ট সময়ে পরীক্ষার শেষ ও রিভিশনের সময় হাতে রাখার জন্য পরীক্ষার পূর্বেই বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করা।
  • সর্বোপরি বার্ষিক পরীক্ষার পূর্বেই নবম শ্রেণির সিলেবাস সম্পন্ন করে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা। একইসাথে ফাইনাল পরীক্ষায় আশানরূপ ফলাফল লাভ করা।
► কোর্স ফি: ২,৫০০/- (প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ৫০০/- ছাড়!)
► কোর্স শুরুর তারিখ: ১০ অক্টোবর, ২০২২
► কোর্স বিবরণী:
  • অধ্যায়ভিত্তিক পরীক্ষা - ১০টি
  • পূর্ণাঙ্গ পরীক্ষা - ৫টি
  • সল্যুশন বুক - ১৫টি
  • ফাইনাল সল্যুশন ক্লাস - ৫টি