ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (CUET, KUET, RUET) স্পেশাল মডেল টেস্ট

শেষ মুহূর্তের প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থেকে যায় তা যাচাই করার জন্য সবচেয়ে উপযোগী হলো বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। তাই উদ্ভাস তোমাদের জন্য নিয়ে এসেছে “ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (CUET, KUET, RUET) স্পেশাল মডেল টেস্ট-২০২১” কার্যক্রম। যা তোমাদের প্রস্তুতি থেকে সফলতার পথ আরও মসৃণ করবে। প্রত্যাশা করি, এর মাধ্যমে তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে।

Enroll Now
Image

প্রিয় ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (CUET, KUET, RUET) ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

প্রকৌশলী হওয়ার দৃঢ় প্রত্যয়ে তোমরা এতদিন ধরে যে স্বপ্ন বুনে আসছো, তোমরা এখন সেই স্বপ্নপূরণের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। কারণ খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (CUET, KUET, RUET) ভর্তি পরীক্ষা। এতদিন তোমরা যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি যাচাই করে দুর্বল দিকগুলো আরও শাণিত করার এখনই উৎকৃষ্ট সময়।

 

যেহেতু ৩টি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (CUET, KUET, RUET) এর ভর্তি পরীক্ষা একত্রে গুচ্ছ পদ্ধতি নিয়ে থাকে। তাই এখানে প্রতিযোগীর সংখ্যা আর প্রতিযোগিতার মান আরও কঠিন হয়। তবে অন্যদিকে সিট সংখ্যা বেশি হওয়ায় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে সফল হওয়ার সুযোগও বেড়ে যায়। এজন্য শেষ মুহূর্তে প্রস্তুতিকে আরও শাণিত করতে মডেল টেস্টের মাধ্যমে নিজের অবস্থান নির্ণয় করে প্রস্তুতির ধারা অব্যাহত রাখতে হবে।

 

তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থেকে যায় তা যাচাই করার জন্য সবচেয়ে উপযোগী হলো বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। তাই উদ্ভাস তোমাদের জন্য নিয়ে এসেছে “ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (CUET, KUET, RUET) স্পেশাল মডেল টেস্ট-২০২১” কার্যক্রম। যা তোমাদের প্রস্তুতি থেকে সফলতার পথ আরও মসৃণ করবে। প্রত্যাশা করি, এর মাধ্যমে তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে।

 

বিঃদ্রঃ এডমিশন-২০২১ ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স ও এক্সাম ব্যাচ-এর ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য কোর্সটি ফ্রি!

 
► কোর্স ফি: ৫০০/- (পাঁচশত টাকা)

► শুরু: ১৫ জুলাই, ২০২২
► কোর্স বিবরণী:
  • সাবজেক্ট ফাইনাল এক্সাম – ৪টি
  • কম্বাইন্ড পেপার ফাইনাল – ২টি
  • ইঞ্জিনিয়ারিং গুচ্ছ স্পেশাল – ২টি
  • ইঞ্জিনিয়ারিং ফাইনাল সল্যুশন বুক – ১টি