GST গুচ্ছ স্পেশাল কোর্স

GST ভর্তিচ্ছুদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতের লক্ষ্যে উদ্ভাস এর আয়োজন “GST গুচ্ছ স্পেশাল কোর্স”। শিক্ষার্থীদের সুবিধার্থে অফনলাইন এবং অনলাইনের সমন্বয়ে সাজানো হয়েছে এই কোর্সটি। যেখানে রাখা হয়েছে বিষয়ভিত্তিক ১০টি Zoom লাইভ ক্লাস, প্রতিদিনের ক্লাসের উপর পরের দিন অনলাইনে ডেইলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম, GST স্পেশাল এক্সাম। এছাড়াও শিক্ষার্থীদের গোছানো প্রস্তুতির লক্ষ্যে রাখা হয়েছে GST গুচ্ছ প্রশ্নব্যাংক।

Enroll Now
Image

প্রিয় GST গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

তোমরা ইতোমধ্যে জেনেছ যে, আগামী ৩০ জুলাই, ২০২২ GST গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বলাই যায়, তোমাদের হাতে খুব বেশি সময় নেই; পরীক্ষা একেবারেই সন্নিকটে। এজন্য প্রস্তুতির এই শেষ সময়টুকু সঠিকভাবে কাজে লাগানো খুব জরুরি। মনে রেখো, যেকোনো লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই সেই গন্তব্যে পৌঁছানোর দৃঢ় প্রচেষ্টা থাকতে হয়, তাহলে সফলতা ধরা দিবেই। GST গুচ্ছ ভর্তি পরীক্ষায় সফল হতে তোমাকেও এখন দৃঢ় প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। যেহেতু ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা এটি, এজন্য এখানে প্রতিযোগীর সংখ্যাও বেশি। তাই এখানে সফল হতে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করার বিকল্প নেই।

 

মূলত এই লক্ষ্যেই GST ভর্তিচ্ছুদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতের লক্ষ্যে উদ্ভাস এর আয়োজন “GST গুচ্ছ স্পেশাল কোর্স”। শিক্ষার্থীদের সুবিধার্থে অফনলাইন এবং অনলাইনের সমন্বয়ে সাজানো হয়েছে এই কোর্সটি। যেখানে রাখা হয়েছে বিষয়ভিত্তিক ১০টি Zoom লাইভ ক্লাস, প্রতিদিনের ক্লাসের উপর পরের দিন অনলাইনে ডেইলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম, GST স্পেশাল এক্সাম। এছাড়াও শিক্ষার্থীদের গোছানো প্রস্তুতির লক্ষ্যে রাখা হয়েছে GST গুচ্ছ প্রশ্নব্যাংক। প্রত্যাশা করি, এই কোর্সের মাধ্যমে তোমরা GST গুচ্ছ এর চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারবে।

 

এডমিশন-২০২১ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি ‘ক’ ফুল কোর্স ও এক্সাম ব্যাচ-এর ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য কোর্সটি সম্পূর্ণ ফ্রি!

 
► কোর্স বিবরণী:
  • লাইভ ক্লাস – ১০ টি (অনলাইন)
  • ডেইলি এক্সাম – ১০ টি (অনলাইন)
  • সাবজেক্ট ফাইনাল এক্সাম – ০৬ টি (অনলাইন + ফিজিক্যাল)
  • GST স্পেশাল এক্সাম – ০২ টি (অনলাইন + ফিজিক্যাল)
  • GST গুচ্ছ প্রশ্নব্যাংক - ০১টি 
► শুরু: ১৯ জুন, ২০২২
► কোর্স ফি: ১৫০০/- (এক হাজার পাঁচশত টাকা)