১০ম শ্রেণি অনলাইন একাডেমিক প্রোগ্রাম-২০২১ ভর্তি চলছে

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: জুলাই 22, 2020

প্রিয় ১০ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,

বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য শিক্ষার্থীকে প্রস্তুত করা অবশ্যই আমাদের লক্ষ্য। কিন্তু আমরা চাই সেই প্রস্তুতির পাশাপাশি তাদের চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে, আর যখনই তারা চিন্তা করতে শিখবে তখন তারা নিজেরাই বুঝে যাবে অনাগত কঠিন পরীক্ষাগুলোতে তাদের প্রস্তুতি কীভাবে তারা শান দেবে। মূলত এই উদ্দেশ্যকেই ধারণ করে, তোমাদের সহযোগি বন্ধু ‘উদ্ভাস’ তোমাদের জন্য এবার নিয়ে এলো ‘১০ম শ্রেণি অনলাইন একাডেমিক প্রোগ্রাম-২০২১’ কার্যক্রম। ইনশাআল্লাহ্ , আমরা প্রত্যাশা করি যা তোমাদের করোনাকালীন এই ঘর বন্দি সময়েও চিন্তামুক্ত সুষম প্রস্তুতি নিশ্চিত করবে।

 

যেখানে মোট ০৪ টি পর্বে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং ICT এই ৬টি বিষয়ের ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে। বর্তমানে ২য় পর্বে ভর্তি চলছে। শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রোগ্রামে রাখা হয়েছে-

  • বুয়েট ও মেডিকেল মেধাবীদের দ্বারা সকল ক্লাস
  • দেশের যেকোন প্রান্ত থেকে অংশগ্রহণের সুযোগ
  • Zoom App এর মাধ্যমে লাইভ ক্লাস
  • প্রতিটি ক্লাসের মাল্টি-কালার PDF ক্লাসনোট
  • প্রতিটি ক্লাসের ভিডিও রিপ্লে
  • CQ & MCQ উভয় পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ
  • প্রতিটি প্রশ্নের এনালাইসিস রিপোর্ট
  • Auto SMS-এ প্রতিটি রেজাল্ট সহ অনন্য সব সেবা

তাহলে আর দেরি কেন? মুখস্থ বিবর্জিত মেধাবী প্রজন্ম তৈরির এ স্বপ্নে এবং পরিপূর্ণ সুষম প্রস্তুতি নিশ্চিত করতে আমন্ত্রণ রইলো উদ্ভাস এর আঙ্গিনায়। শুভকামনা তোমার জন্য…

 

১ম পর্বের রুটিন ডাউনলোড করো

২য় পর্বের রুটিন ডাউনলোড করো

৩য় পর্বের রুটিন ডাউনলোড করো

ভর্তি হতে ক্লিক করো  

 

কোর্স ফি: ৩০০০/- (তিন হাজার টাকা মাত্র)।

           প্রতিটি পর্বে আলাদাভাবে ভর্তি হতে হবে।

 

কোর্স বিবরণী (২য় পর্ব):

  • ২য় পর্বে ক্লাস সংখ্যা- ৩২টি
  • Daily Live Exam- ৩২ সেট
  • Practice Exam- ৩২ সেট
  • Weekly Live Exam- ১২ সেট
  • পর্ব মূল্যায়ন পরীক্ষা- ২ সেট
 

অনলাইনে ক্লাস পরীক্ষা পদ্ধতি:

* Live Class অনুষ্ঠিত হবে Zoom App এর মাধ্যমে এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে Zoom App Install করে রাখার জন্য অনুরোধ করা হল

 

* Live Class & Exam দিতে udvash.com এই ওয়েবসাইটে গিয়ে 'অনলাইন ক্লাস ও পরীক্ষা' মেন্যুতে ক্লিক করোক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে উদ্ভাস এর ১০ম শ্রেণি একাডেমিক প্রোগ্রামে তোমার ভর্তিকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে Login করো

 

* Daily Live Exam গুলো রুটিনে উল্লেখিত তারিখ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী উক্ত Live Exam- একবারই অংশগ্রহণ করতে পারবে তবে অধিক অনুশীলনের জন্য শিক্ষার্থীরা একই সিলেবাসের Practice Exam একাধিকবার অংশগ্রহণ করতে পারবে আর Weekly Live Exam রুটিনে উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

 


< সকল পোষ্টে ফিরে চলুন