পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতায় এবারো শুরু হতে যাচ্ছে HSC মডেল টেস্ট ২০১৯। বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং পরীক্ষায় অধিক নম্বর পাওয়ার কৌশল আয়ত্তকরণই যার উদ্দেশ্য। আর এসব উদ্দেশ্যকে মাথায় রেখেই HSC মডেল টেস্ট ২০১৯-কে প্রস্তুতি ও পূর্ণতা এই দুই পর্বে ভাগ করা হয়েছে। প্রস্তুতি পর্বে থাকছে প্রতিটি বিষয়ের অর্ধ-সিলেবাস পরীক্ষা এবং পূর্ণতা পর্বে বোর্ড অনুরূপ ফাইনাল মডেল টেস্ট।
এ বছরের ‘HSC মডেল টেস্ট ২০১৯’-এ যা থাকছে:
প্রস্তুতি পর্ব: ২৬ টি পরীক্ষা + ২৬ টি সল্যুশন বুক + ৮ টি প্রশ্নব্যাংক + প্রতি বৃহস্পতি/শুক্রবার Special Class
পূর্ণতা পর্ব: ১৩ টি পরীক্ষা + ১৩ টি সল্যুশন বুক (SSC বোর্ড পরীক্ষার পর)
ভর্তির নিয়মাবলী: ১ কপি রঙিন ছবি জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে। প্রদেয় ফি এককালীন পরিশোধ করে ID Card সংগ্রহ করতে হবে। ভর্তি হওয়া যাবে দেশব্যাপী ‘উদ্ভাস’- এর সকল শাখায়
পরীক্ষা শুরু: ৬ ডিসেম্বর, ২০১৮
ভর্তি ফি সংক্রান্ত তথ্য: সর্বমোট ৯৫০০/- (প্রস্তুতি পর্ব + পূর্ণতা পর্ব )
উল্লেখ্য, ৪ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত ২টি পর্বে একত্রে ভর্তির ক্ষেত্রে ১০০০/- ছাড়!