HSC ফাইনাল মডেল টেস্ট ২০২০ কার্যক্রমে ভর্তি চলছে...

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: ফেব্রুয়ারী 24, 2020

পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতায় এবারো শুরু হতে যাচ্ছে HSC ফাইনাল মডেল টেস্ট ২০২০। বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং পরীক্ষায় অধিক নম্বর পাওয়ার কৌশল আয়ত্তকরণই যার উদ্দেশ্য।
 
  • এই পর্বে থাকছে:  ফাইনাল মডেল টেস্ট ১৩টি + সল্যুশন বুক ১৩টি।

★ মডেল টেস্ট কেন প্রয়োজন?

  • বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া।
  • সৃজনশীল প্রশ্ন-উত্তর সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ।
  • পড়ালেখার ধারাবাহিকতা নিশ্চিতকরণ।
  • একই সিলেবাস একাধিকবার রিভিশন।
  • ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।
  • বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন।
  • পরীক্ষাভীতি দূরীকরণ।
  • সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন।
  • পরীক্ষায় যথাযথ সময় বণ্টন।
  • যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন।
  • উত্তরপত্রের সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বৃদ্ধির দক্ষতা অর্জন।
  • নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ।
  • নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন।
  • প্রতিযোগিতামূলক পরিবেশে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি
  • বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন।

★ পরীক্ষা শুরু: ০৫ মার্চ, ২০২০ 

★ প্রোগ্রাম ফি: সর্বমোট ২৫০০/- 
 
★ চূড়ান্ত মেধাবৃত্তি: ৪, ৩৪,০০০/- [অধ্যায়ভিত্তিক পরীক্ষা ও ফাইনাল মডেল টেস্ট-এর সম্মিলিত মেধাতালিকার ভিত্তিতে প্রথম ৫০০ জনকে প্রদান করা হবে।]
 

★ ভর্তির নিয়মাবলী: ১ কপি রঙিন ছবি জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে। প্রদেয় ফি এককালীন পরিশোধ করে ID Card সংগ্রহ করতে হবে। সপ্তাহে ৭ দিনই অফিস খোলা। অভিভাবকগণও ভর্তি করাতে পারবেন। ভর্তি হওয়া যাবে দেশব্যাপী ‘উদ্ভাস’-এর সকল শাখায়।

 

 

 


< সকল পোষ্টে ফিরে চলুন