JSC Model Test-2019 কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: আগস্ট 08, 2019

পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতায় উদ্ভাস- শুরু হতে যাচ্ছে JSC Model Test-2019. মডেল টেস্ট-এর উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক সিলেবাস একাধিকবার রিভিশন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীকে সম্পূর্ণরূপে প্রস্তুতকরণ এসব উদ্দেশ্যকে মাথায় রেখে JSC Model Test-2019 কে ৪টি ধাপে সাজানো হয়েছে ১ম ধাপে বিষয়ভিত্তিক রিভিশন ক্লাসের মাধ্যমে কঠিন/না বুঝা টপিকগুলো সুন্দর করে বুঝে নেওয়া, ২য় ধাপে প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস সুন্দর ভাবে প্রস্তুতি গ্রহণ, ৩য় ধাপে সল্যুশন ক্লাসের মাধ্যমে খুঁটি-নাটি  ভুলগুলো শুধরে নেওয়া, ৪র্থ ধাপে ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে বোর্ড পরীক্ষার পূর্বে নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুতকরণ বিশেষভাবে উল্লেখ্য যে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা পর্বে প্রতিটি বিষয়কে / টি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে সিলেবাস এমনভাবে ভাগ করা হয়েছে যেন বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই সম্পন্ন হয়ে যাওয়া সিলেবাসের পরীক্ষাগুলো আগে হয় এবং রুটিন এমনভাবে সাজানো হয়েছে যেন বিষয়ের পরবর্তী পরীক্ষার আগেই বাকী সিলেবাসও সম্পন্ন হয়ে যায় ফলে প্রতিটি পরীক্ষাতেই সিলেবাস সুন্দরভাবে সম্পন্ন করে অংশগ্রহণ করার সুযোগ থাকছে এছাড়া ১দিন পরপর পরীক্ষা রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায় এবং যানজট, ক্লান্তি ইত্যাদি কারণে প্রতিদিন- সময় নষ্ট না হয় বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই, যেসব শিক্ষার্থী গুরুত্বের সাথে উদ্ভাস-এর পরীক্ষাসমূহে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে তাদের GPA-5 প্রাপ্তির হার অনেক বেশি সবার জীবন সুন্দর হোক, মসৃণ হোক আগামীর পথচলা

★ প্রোগ্রাম ফি: ৭৫০০/- 

ভর্তির নিয়মাবলী:

  • ১কপি রঙিন ছবি জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে
  • প্রদেয় ফি এককালীন পরিশোধ করে ID Card সংগ্রহ করতে হবে
  • সপ্তাহে ৭দিনই অফিস খোলা অভিভাবকগণও ভর্তি করাতে পারবেন

★ ব্যাচ নির্ধারণ: ছেলে-মেয়ের আলাদা ব্যাচ (স্কুলের সময়সূচির সাথে মিল রেখে ব্যাচ নির্ধারণ করা যাবে)

উল্লেখ্য, JSC মডেল টেস্ট ২০১৯-এর ভর্তি কার্যক্রম চলবে উদ্ভাস-এর সকল শাখায়

 


< সকল পোষ্টে ফিরে চলুন