JSC মডেল টেস্ট ২০১৮

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: আগস্ট 09, 2018

মডেল টেস্ট কেন প্রয়োজন?

১. বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া।

২. সৃজনশীল প্রশ্ন-উত্তর সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ।

৩.পড়ালেখার ধরাবাহিকতা নিশ্চিতকরণ।

৪. একই সিলেবাস একাধিকবার রিভিশন।

৫. ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।

৬. বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন।

৭. পরীক্ষাভীতি দূরীকরণ।

৮. সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন।

৯. পরীক্ষায় যথাযথ সময় বণ্টন।

১০. যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন।

১১. উত্তরপত্রের সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বৃদ্ধির দক্ষতা অর্জন।

১২. নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্বকরণ।

১৩. নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে সচ্ছ ধারণা অর্জন।

১৪. প্রতিযোগিতামূলক পরিবেশে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি।

১৫. বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন।

JSC মডেল টেস্ট ২০১৮-এর ভর্তি কার্যক্রম চলবে উদ্ভাস-এর সকল শাখায়

 

 


< সকল পোষ্টে ফিরে চলুন