প্রিয় ৮ম শ্রেণি শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ের জন্য এবছর জেএসসি পরীক্ষা হবে না বলে কি তোমাদের পড়াশোনা থেমে থাকবে?
একদম না, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ! এই দুর্যোগকালীন সময়ে বাংলা- ইংরেজি গ্রামারের উপর তোমাদের সুষম প্রস্তুতির জন্য উদ্ভাস নিয়ে এলো '৮ম শ্রেণির বাংলা-ইংরেজি গ্রামার কোর্স -২০২০' অনলাইন কার্যক্রম।এই কোর্সের মাধ্যমে তোমাদের ৮ম শ্রেণির বাংলা-ইংরেজি গ্রামার খুব সহজেই আয়ত্তে আসবে। নবম শ্রেণিতে বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কঠিন বিষয়গুলো পড়তে গিয়ে বাংলা-ইংরেজি গ্রামার পড়ার পর্যাপ্ত সময় পাওয়া যায় না। তাই এই বন্ধকালীন সময়ে গ্রামারের উপর বেসিক মজবুত করাই হবে বুদ্ধিমানের কাজ। এই কোর্সে ৮ম শ্রেণির বাংলা-ইংরেজি গ্রামার এর সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে। রয়েছে ১৮ টি Live Class, ১৮ টি Daily Live Exam, ০৬ টি Weekly Live Exam এবং কোর্স সমাপনী পরীক্ষা ১ টি সহ অনন্য সব সেবা।
★কোর্স ফি: ১৫০০/- (এককালীন) [ অনলাইন পেমেন্ট এর মাধ্যমে ভর্তি হইতে হবে ]
★ অনলাইনে ক্লাস ও পরীক্ষা পদ্ধতি:
* Live Class অনুষ্ঠিত হবে Zoom App এর মাধ্যমে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে Zoom App Install করে রাখার অনুরোধ করা হল।
* Live Class & Exam দিতে udvash.com এই ওয়েবসাইটে গিয়ে 'অনলাইন ক্লাস ও পরীক্ষা' মেন্যুতে ক্লিক করো। ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে উদ্ভাস এর ৮ম শ্রেণির বাংলা-ইংরেজি গ্রামার কোর্সে তোমার ভর্তিকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে Login করো।
* Daily Live Exam গুলো রুটিনে উল্লেখিত তারিখ অনুযায়ী সকাল ০৮.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী উক্ত Live Exam এ একবারই অংশগ্রহণ করতে পারবে। আর Weekly Live Exam রুটিনে উল্লেখিত নির্দিষ্ট তারিখে সকাল ০৮.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত চলবে। তবে অধিক অনুশীলনের জন্য শিক্ষার্থীরা একই সিলেবাসের Practice Exam এ একাধিকবার অংশগ্রহণ করতে পারবে।