SSC 2021 রিভিশন + মডেল টেস্ট (শর্ট সিলেবাস) ফিজিক্যালি/অনলাইন প্রোগ্রামে ভর্তি চলছে

উদ্ভাস | Sep 07, 2021

প্রিয় SSC 2021 পরীক্ষার্থী বন্ধুরা,

ইতিমধ্যে তোমরা জেনেছো যে, ১২ সেপ্টেম্বর থেকে সকল স্কুল-কলেজ আবারও সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। এজন্য তোমাদের বোর্ড পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়েই অনুষ্ঠিত হবে। তাই বোর্ড পরীক্ষার পূর্বে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতকরণের জন্য উদ্ভাস-এ শুরু হতে যাচ্ছে “SSC 2021 রিভিশন + মডেল টেস্ট (শর্ট সিলেবাস)” প্রোগ্রাম। এই রিভিশন+মডেল টেস্ট এর উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষার পূর্বে নির্ধারিত শর্ট সিলেবাস একাধিকবার রিভিশন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীকে সম্পূর্ণরূপে প্রস্তুতকরণ।

 

এই প্রোগ্রাম ফিজিক্যালি/অনলাইন দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে। কোন শিক্ষার্থী যদি এই প্রোগ্রামের ফিজিক্যালি কোর্সে ভর্তি হয়, তবে সে ক্লাস-পরীক্ষা সশরীরে ব্রাঞ্চে গিয়ে দিবে। আর কোন শিক্ষার্থী যদি এই প্রোগ্রামের অনলাইন কোর্সে ভর্তি হয়, তবে সে ক্লাস-পরীক্ষা অনলাইনে দিবে । প্রত্যাশা করি SSC 2021 পরীক্ষার্থীদের জন্য উক্ত প্রোগ্রাম শেষ মুহূর্তে সুদৃঢ় প্রস্তুতি নিশ্চিত করবে।

 

★রিভিশন + মডেল টেস্ট কেন প্রয়োজন?

 • একই সিলেবাস একাধিকবার রিভিশন
 • পড়ালেখার ধারাবাহিকতা নিশ্চিতকরণ
 • বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন
 • ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ
 • নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন
 • বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া
 • পরীক্ষাভীতি দূরীকরণ
 • সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন
 • পরীক্ষায় যথাযথ সময় বণ্টন
 • যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন
 • উত্তরপত্রের সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বৃদ্ধির দক্ষতা অর্জন
 • নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ
 • বোর্ড পরীক্ষার পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন

 রুটিন  ডাউনলোড করোভর্তি হতে ক্লিক করো 

 

★কোর্স বিবরণী:

 • রিভিশন ক্লাস - ০৬টি
 • ডেইলি এক্সাম - ১২ সেট (MCQ)
 • অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট - ০৬টি
 • ফাইনাল সল্যুশন ক্লাস - ০৩টি
 • ফাইনাল মডেল টেস্ট - ০৩টি
 • প্রিন্টেড প্রশ্নব্যাংক - ০৩টি
 • প্রিন্টেড সল্যুশন বুক - ০৯টি

শুরু: ০২ অক্টোবর, ২০২১

★কোর্স ফি:

 • ফিজিক্যালি কোর্স: ৫০০০/- [ অফার ডিসকাউন্ট: ১০০০/-, প্রিভিয়াস ডিসকাউন্ট: ১০০০/-]
 • অনলাইন কোর্স: ৪০০০/- [ অফার ডিসকাউন্ট: ১০০০/-, প্রিভিয়াস ডিসকাউন্ট: ১০০০/-]

★ অনলাইনে ক্লাস ও পরীক্ষা পদ্ধতি:

* Live Class অনুষ্ঠিত হবে Zoom App এর মাধ্যমে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে Zoom App Install করে রাখার জন্য অনুরোধ করা হল।

 

* Live Class & Exam দিতে udvash.com এই ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন ক্লাস ও পরীক্ষা’ মেন্যুতে ক্লিক করো। ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে উদ্ভাস এর “SSC 2021 রিভিশন + মডেল টেস্ট (শর্ট সিলেবাস)প্রোগ্রামে তোমার ভর্তিকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে Login করো।

 

*Daily Live Exam গুলো রুটিনে উল্লেখিত তারিখ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী উক্ত Live Exam-এ একবারই অংশগ্রহণ করতে পারবে। তবে অধিক অনুশীলনের জন্য শিক্ষার্থীরা একই সিলেবাসের Practice Exam এ একাধিকবার অংশগ্রহণ করতে পারবে ।