প্রিয় ভার্সিটি ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
সময় যতই যাচ্ছে, ততই ঘনিয়ে আসছে এডমিশন ভর্তি পরীক্ষা। তাই এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে, পড়ালেখার ধারাবাহিকতায় গ্যাপ তৈরি না করে নিয়মিত অনলাইন ক্লাস- পরীক্ষায় অংশগ্রহণ করা খুব জরুরী। যাতে কোনভাবেই অভীষ্ট লক্ষ্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আর এজন্যই ভার্সিটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শেষ মুহূর্তের কার্যকরী প্রস্তুতি নিশ্চিত করতে উদ্ভাস এর আয়োজন ‘ভার্সিটি ‘ক’+স্পেশাল ‘ঘ’ ক্র্যাশ প্রোগ্রাম - ২০২০’।
যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে-
- বিষয়ভিত্তিক রিভিশন ক্লাস
- ‘ফ্রি’ স্পেশাল ‘ঘ’ কোর্স
- ডেইলি এক্সাম এবং উইকলি এক্সাম
- ‘ফ্রি’ এডভান্সড ম্যাটেরিয়ালস প্যাক
- বিগত ভর্তি পরীক্ষাসমূহের প্রশ্ন এনালাইসিস ও সল্যুশন ক্লাস
- প্রশ্নব্যাংকের উপর পেপার ফাইনাল এক্সাম
- সাবজেক্ট ফাইনাল এক্সাম এবং কম্বাইন্ড পেপার এক্সাম
- ফাইনাল মডেল টেস্ট এবং স্পেশাল মডেল টেস্ট।
রুটিন ডাউনলোড করোভর্তি হতে ক্লিক করো
এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে, কেন্দ্রীয়ভাবে বুয়েট/মেডিকেল/ঢাকা বিশ্ববিদ্যালয় এর মেধাবী ও অভিজ্ঞ ভাইয়াদের মাধ্যমে সকল ক্লাস, Zoom App এর মাধ্যমে লাইভ ক্লাস লাইভ ক্লাসের ভিডিও রিপ্লে এবং মাল্টি-কালার PDF ক্লাস নোট ডাউনলোড করার ব্যবস্থা সহ অনন্য সব সেবা।
আর হ্যাঁ, শিক্ষার্থীদের সুবিধার্থে শুধুমাত্র ‘ভার্সিটি ‘ক’+স্পেশাল ‘ঘ’ ক্র্যাশ প্রোগ্রাম - ২০২০’।-এ ভর্তি হওয়ার সুযোগ তো রয়েছেই! তাহলে আর দেরি কেন? স্বপ্নপূরণের প্রস্তুতিতে আমন্ত্রণ রইলো উদ্ভাস এর আঙ্গিনায়…
কোর্স ফি:
Varsity ‘KA’ Crash Course with Advanced Materials Pack = 8000/-
Varsity ‘KA’ Crash Course Exam Batch (‘GHA’ Free) = 2500/-