উদ্ভাস-এর ভার্সিটি ‘ঘ’ ফাইনাল মডেল টেস্ট ২০১৮ কার্যক্রমে ভর্তি চলছে...

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: সেপ্টেম্বর 30, 2018

 

ভার্সিটি ‘ঘ’ ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুরূপ প্রশ্নপত্রের উপর অনুশীলন এবং প্রশ্নের ধরন, মান, সময় ইত্যাদি সম্পর্কে যাতে শিক্ষার্থীরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখেই শুরু হতে যাচ্ছে ‘উদ্ভাস’-এর ভার্সিটি ‘ঘ’ ফাইনাল মডেল টেস্ট ২০১৮। 

যা যা থাকছে এবছরের ‘ভার্সিটি ‘ঘ’ ফাইনাল মডেল টেস্ট ২০১৮’- তে:

  • ১ টি বাংলা প্রশ্নব্যাংক
  • ১ টি GKE প্রশ্নব্যাংক
  • ৬ টি উইকলি সল্যুশন বুক
  • ৭ টি ফাইনাল মডেল টেস্ট

এছাড়াও, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ১৬০০ MCQ প্রশ্ন-সমাধান সংবলিত ১ টি ফাইনাল সল্যুশন বুক প্রদান করা হবে।

ভর্তি সংক্রান্ত তথ্য:

ভর্তির সময় অবশ্যই এসএসসি/এইচএসসি বোর্ড পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি সাথে আনতে হবে এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আর হ্যাঁ, এই কোর্সের ভর্তি কার্যক্রম চলবে ‘উদ্ভাস’-এর সকল শাখায়

ভর্তি ফি:

সর্বসাকুল্যে ১০০০/- (‘উদ্ভাস-উন্মেষ’-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ৫০০/-)  

 


< সকল পোষ্টে ফিরে চলুন