উদ্ভাস-এর ‘JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৯’ কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: সেপ্টেম্বর 25, 2019

JSC-এর বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতেউদ্ভাস’- এর ‘JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৯গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কেননা এর মাধ্যমে একজন শিক্ষার্থী বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় ছাড়া এর মাধ্যমে আরও বেশ কয়েকটি জায়গায় একজন শিক্ষার্থীর উপকৃত হওয়ার সুযোগ থাকে, যেমন; পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা, ভুলগুলো সনাক্ত করে বোর্ড পরীক্ষার আগেই তা শুধরে নিতে পারা, পরীক্ষাভীতি দূরীকরণ, সঠিক প্রশ্ন নির্বাচনের দক্ষতা অর্জন, যথাযথ সময় বণ্টন এবং নিজের প্রস্তুতির অবস্থা সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্জনের মাধ্যমে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হওয়া, ইত্যাদি তাই, ‘উদ্ভাস’-এর ‘JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৯হতে পারে তোমার JSC বোর্ড পরীক্ষার পূর্ণ প্রস্তুতির শ্রেষ্ঠ মাধ্যম 

JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৯-তে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য যা থাকছে: বিষয়ভিত্তিক ৭টি প্রশ্নব্যাংক, ৭টি ফাইনাল মডেল টেস্ট, ৭টি ফাইনাল সল্যুশন বুক ৬টি ফাইনাল সল্যুশন ক্লাসসহ উদ্ভাসের অনন্য সব সেবা   

প্রোগ্রাম ফি: ২৫০০/-

ভর্তির নিয়মাবলী:

  • ১কপি রঙিন ছবি জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে
  • প্রদেয় ফি এককালীন পরিশোধ করে ID Card সংগ্রহ করতে হবে
  • সপ্তাহে ৭দিনই অফিস খোলা অভিভাবকগণও ভর্তি করাতে পারবেন

ব্যাচ নির্ধারণ: ছেলে-মেয়ের আলাদা ব্যাচ (স্কুলের সময়সূচির সাথে মিল রেখে ব্যাচ নির্ধারণ করা যাবে)

উল্লেখ্য, JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৯-এর ভর্তি কার্যক্রম চলবে উদ্ভাস-এর সকল শাখায়

 

 


< সকল পোষ্টে ফিরে চলুন