উদ্ভাস-এর ‘SSC ফাইনাল মডেল টেস্ট ২০১৯’ কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: সেপ্টেম্বর 26, 2018

পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতায় উদ্ভাস-এ শুরু হতে যাচ্ছে SSC মডেল টেস্ট ২০১৯। মডেল টেস্ট-এর উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরণ, সময়, মান ইত্যাদির সাথে পরিচিত হওয়া এবং পরীক্ষাভীতি দূর করে সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো। এসব উদ্দেশ্যকে মাথায় রেখে SSC মডেল টেস্ট ২০১৯ কে প্রস্তুতি ও পূর্ণতা দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রস্তুতি পর্বে রয়েছে প্রতিটি বিষয়ের অর্ধ সিলেবাস পরীক্ষা এবং পূর্ণতা পর্বে বোর্ড অনুরূপ ফাইনাল মডেল টেস্ট। প্রতিটি পরীক্ষার পূর্বেই ১দিন Gap রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায় এবং যানজট, ক্লান্তি ইত্যাদি কারণে প্রতিদিনই সময় নষ্ট না হয়। তাছাড়া ছেলে ও মেয়েদের আলাদা আলাদা ব্যাচ সহ শিক্ষার্থী তার স্কুলের সময়সূচির সাথে মিল রেখে ব্যাচও নির্ধারণ করতে পারবে।

এবারের SSC মডেল টেস্ট ২০১৯-এর প্রস্তুতি পর্বে থাকছে ২৩ টি পরীক্ষা + ২৩ সল্যুশন বুক + ১১ টি প্রশ্নব্যাংক + প্রতি বৃহস্পতি/শুক্রবার Special Class এবং পূর্ণতা পর্বে থাকছে ১২ টি পরীক্ষা + ১২ টি সল্যুশন বুক। দুই পর্বে একজন শিক্ষার্থী পাবে সর্বমোট ৩৫টি পরীক্ষা, ৩৫টি সল্যুশন বুক এবং ৪৪৬৫টি প্রশ্ন-সলভ। আর হ্যাঁ, দেশসেরা মেধাবীদের জন্য ১০ লক্ষ টাকার উৎসাহমূলক মেধাবৃত্তি (পরীক্ষাভিত্তিক + চূড়ান্ত + SSC Math MCQ Star + উদ্ভাসিত মুখ ) তো থাকছেই।

SSC মডেল টেস্ট ২০১৯-এর প্রয়োজনীয় তথ্যাবলী:

পরীক্ষা শুরু: ১৭ নভেম্বর, ২০১৮

ফি সংক্রান্ত তথ্য:

প্রস্তুতি পর্ব: ২৩ টি পরীক্ষা + ১১ টি প্রশ্নব্যাংক + ২৩ টি সল্যুশন বুক- ৬৩০০/-

পূর্ণতা পর্ব: বোর্ড অনুরূপ ফাইনাল মডেল টেস্ট + ১২ টি সল্যুশন বুক- ২২০০/-

উল্লেখ্য, ২০ অক্টোবর, ২০১৮ পর্যন্ত ২টি পর্বে একত্রে ভর্তির ক্ষেত্রে ১০০০/- ছাড়!

ভর্তির নিয়মাবলী:

এক কপি রঙিন ছবি জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে। প্রদেয় ফি এককালীন পরিশোধ করে ID Card সংগ্রহ করতে হবে।   

ভর্তি হওয়া যাবে দেশব্যাপী উদ্ভাস’- এর সকল শাখায়  

 

 

< সকল পোষ্টে ফিরে চলুন