২০১৯ সালের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে ‘গণিত ভীতি দূরীকরণ এবং গণিত প্রস্তুতি দৃঢ়করণ’-এ লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে ‘উদ্ভাস’-এর গণিত বিষয়ে মেধাবৃত্তি প্রতিযোগিতা “HSC Math MCQ Star”.
“HSC Math MCQ Star”- এর গুরুত্বপূর্ণ তথ্য:
২০১৯ সালের বিজ্ঞান বিভাগের যেকোন HSC পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় ভর্তি হতে পারবে। ভর্তির সময় পাবে ‘উদ্ভাস’ প্রকাশিত ‘All Board HSC Math MCQ প্রশ্নব্যাংক’ (সকল বোর্ড-এর বিগত ২ বছরের HSC পরীক্ষার Math MCQ প্রশ্ন ও সমাধান)। পরীক্ষার সিলেবাস- ‘All Board HSC Math MCQ প্রশ্নব্যাংক’ এবং পরীক্ষার ধরন- ৩৫ টি MCQ, ৩৫ নম্বর, ৩০ মিনিট।
“HSC Math MCQ Star”- এর পরীক্ষা সংক্রান্ত তথ্য:
রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করে ২৯ নভেম্বর, ২০১৮ এর মধ্যে উদ্ভাসের যেকোন শাখায় জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে ক্লিক করুন এখানে। পরীক্ষা ৩০ নভেম্বর, ২০১৮ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়- মেয়ে: সকাল ৮ টা/সকাল ৯:৩০ টা/সকাল ১১:০০ টা এবং ছেলে: বিকাল ২:৩০ টা/বিকাল ৪:০০ টা/বিকাল ৫:৩০ টা।
ভর্তি ফি: ৩০০/- (তিনশত টাকা মাত্র)
উৎসাহমূলক মেধাবৃত্তি: ৩ লক্ষ টাকা (প্রথম ১০০০ জন * ৩০০/-)