‘ভার্সিটি ‘ক’ ফাইনাল মডেল টেস্ট-২০১৯’ কার্যক্রমে ভর্তি চলছে...

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: আগস্ট 24, 2019

ভার্সিটি ‘ক’ ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুরূপ প্রশ্নপত্রের উপর অনুশীলন করতে পারলে একজন শিক্ষার্থী বিভিন্ন দিক দিয়ে উপকৃত হতে পারে। যেমন, ভার্সিটি ‘ক’ ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ, সময়, মান ইত্যাদির সাথে পরিচিত হওয়া এবং পরীক্ষাভীতি দূর করে সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথ ভাবে কাজে লাগানো।

আর এই ভার্সিটি পরীক্ষার প্রশ্নের ধরণ, সময় এবং মান একই রকম রেখেই উদ্ভাস নিয়ে থাকে ‘ভার্সিটি ফাইনাল মডেল টেস্ট। যার মাধ্যমে শিক্ষার্থীরা ভার্সিটি ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে তাদের পড়াশোনার অবস্থা সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা অর্জন করতে পারবে।

ভার্সিটি ফাইনাল মডেল টেস্ট ২০১৯’-তে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য থাকছে-

  • ১ টি ঢাবি প্রশ্নব্যাংক
  • ১ টি ভার্সিটি প্রশ্নব্যাংক
  • ১০টি ফাইনাল মডেল টেস্ট
  • শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ১৯৭০ MCQ + ৪০৪ Written প্রশ্ন-সমাধান সংবলিত ১টি ফাইনাল সল্যুশন বুক

ভর্তি ফি: ১৫০০/-

ভর্তি সংক্রান্ত তথ্য: ভর্তির সময় অবশ্যই এসএসসি /এইচএসসি বোর্ড পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি সাথে আনতে হবে এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আর হ্যাঁ, এই কোর্সের ভর্তি কার্যক্রম চলবে উদ্ভাসের সকল শাখায়।

 


< সকল পোষ্টে ফিরে চলুন