“কলেজ ভর্তি সেরা প্রস্তুতি-২০২০” কার্যক্রমে ভর্তি চলছে….

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: জানুয়ারী 17, 2020

দেশব্যাপী উদ্ভাস-এর সকল শাখায় একযোগে বাংলা ও ইংলিশ ভার্সনে (নটর ডেম, হলি ক্রস, সেন্ট যোসেফ) “কলেজ ভর্তি সেরা প্রস্তুতি-২০২০” কার্যক্রমে ভর্তি চলছে….

তোমরা অনেকেই জানো যে, অধিকাংশ কলেজসমূহ SSC GPA’র ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। শুধুমাত্র নটর ডেম, হলি ক্রস এবং সেন্ট যোসেফ-এই তিনটি কলেজ বিচার বিভাগীয় রায়ের মাধ্যমে বিগত বেশ কয়েক বছর যাবৎ লিখিত/MCQ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আসছে। এই ভর্তি প্রক্রিয়া অনেক প্রতিযোগিতাপূর্ণ-এ বিষয়ে কোন সন্দেহ নেই। কোন শিক্ষার্থী যদি এই কলেজ ৩টির যেকোনটিতে ভর্তি হতে চায় তবে আলাদা প্রস্তুতির প্রয়োজন আছে। যথাযথভাবে সেই প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যেই SSC বোর্ড পরীক্ষার পর উদ্ভাস আয়োজন করতে যাচ্ছে ‘কলেজ ভর্তি সেরা প্রস্তুতি’ কার্যক্রম।

 

কোর্স বিবরণী:

  • দেশব্যাপী সকল শাখায় সমান সেবা
  • ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ ম্যাটেরিয়ালস
  • বিষয়ভিত্তিক ৮ টি প্রশ্নব্যাংক
  • সপ্তাহে ৫দিন পরীক্ষা
  • প্রতি বৃহস্পতি ও শুক্রবার এক্স নটরডেমিয়ান দ্বারা বিষয়ভিত্তিক রিভিশন ক্লাস
  • ৩0 সেট অধ্যায়ভিত্তিক পরীক্ষা
  • HSC বোর্ড পরীক্ষা উপলক্ষে কোচিং বন্ধকালীন সময়ে Home Practice-এর জন্য ১৮ সেট প্রশ্ন-সল্‌ভ
  • ৬ সেট ফাইনাল মডেল টেস্ট
  • প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ইউনিক প্রশ্নসেট
  • প্রতিটি পরীক্ষার সলুশন বুক

প্রোগ্রাম শুরু:  ৬ মার্চ

ব্যাচের সময়সূচি (ছেলে-মেয়ে আলাদা ব্যাচ): সকাল ৯ টা, সকাল ১১ টা, বিকাল ৩ টা, বিকাল ৫ টা

কোর্স ফি: ৭০০০/- (এককালীন) বিশেষ ছাড়ে ভর্তি চলছে...

ভর্তির নিয়ামবলী:

  • ভর্তির সময় SSC বোর্ড পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি ও ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে।
  • সপ্তাহে ৭ দিনই অফিস খোলা। অভিভাবকগণও ভর্তি করাতে পারবেন।

যেহেতু দেশব্যাপী উদ্ভাস-এর সকল শাখা কেন্দ্রীয়ভাবে পরিচালিত এবং সকল শাখায় একই মানের সেবা প্রদান করা হয়। সুতরাং, কলেজ ভর্তি পরীক্ষার পূর্বের এই অল্প সময়টুকুতে ঝুঁকিমুক্ত প্রস্তুতির জন্য নিকটবর্তী শাখাতে কোচিং করা-ই হবে বুদ্ধিমানের কাজ।

 


< সকল পোষ্টে ফিরে চলুন