৮ম ও ৯ম শ্রেণি MCQ ম্যাথ অলিম্পিয়াড

৮ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের জন্য দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর ৭৭টি শাখায় অফলাইনে উদ্ভাস এর আয়োজন- “MCQ ম্যাথ অলিম্পিয়াড”। এই অলিম্পিয়াডের মাধ্যমে তোমরা গণিতে স্বচ্ছ ধারণা তৈরি,লজিক ও সমস্যা সমাধানের কৌশল আয়ত্তকরণ, গণিতের দূর্বলতাগুলো চিহ্নিত করে পরবর্তী ক্লাসের জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি দেশব্যাপী মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে।

এই প্রোগ্রামের কোর্সসমূহ

প্রিয় ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার্থী বন্ধুরা,  একথা সত্য যে তোমাদের অধিকাংশের কাছেই গণিত বিষয়টি অনেক জটিল মনে হয় এবং এ নিয়ে তোমাদের মধ্যে একধরনের ভীতি কাজ করে। ফলে শিক্ষাজীবনের প্রারম্ভিক স্তর থেকেই গণিতে তোমাদের কনসেপ্টের ঘাটতি থাকে। তবে, যেহেতু তোমাদের জন্য গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শিক্ষাজীবনের প্রতিটি স্তর সাফল্যের সাথে অতিক্রমে গণিতে ভালো করা আবশ্যক; এজন্য গণিতে রাখতে হবে ক্লিয়ার কনসেপ্ট । আর এর মাধ্যমে গণিতে তোমাদের স্ট্রং ভিত্তি তৈরি হবে, যা একাডেমিকে ভালো রেজাল্ট ছাড়াও ভবিষ্যতের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে।

সর্বমোট ২ লক্ষ ৩৫ হাজার টাকার নগদ মেধাবৃত্তি!

এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেই তোমাদের জন্য দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর ৭৭টি শাখায় অফলাইনে আমরা আয়োজন করছি- “MCQ ম্যাথ অলিম্পিয়াড”। এই অলিম্পিয়াডের মাধ্যমে গণিতে স্বচ্ছ ধারণা তৈরি, লজিক ও সমস্যা সমাধানের কৌশল আয়ত্তকরণ, গণিতের দূর্বলতাগুলো চিহ্নিত করে পরবর্তী ক্লাসের জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি দেশব্যাপী মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে। আর হ্যাঁ, অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে পার্টিসিপেন্ট গিফট এবং সেরা ৫০০ জনের জন্য থাকবে স্পেশাল সম্মাননা পুরস্কার ও  সর্বমোট ২ লক্ষ ৩৫ হাজার টাকার নগদ মেধাবৃত্তি!

অনলাইন/নিকটস্থ যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন!

 

একনজরে MCQ ম্যাথ অলিম্পিয়াড:

  • পরীক্ষার তারিখ: ১ ডিসেম্বর, ২০২৩ (দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর ৭৭টি শাখায় অফলাইনে)।
  • পরীক্ষার সময়সূচি: মেয়ে-সকাল ১০টায়, ছেলে-বিকেল ৩টায়।
  • পরীক্ষার সিলেবাস: বীজগণিত- অধ্যায়-৪,৫,৬,৭
  • প্রশ্ন ও নম্বর বণ্টন: MCQ ৫০টি প্রশ্ন (১০০ নম্বর), সময়- ১ ঘণ্টা।
    •  প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।
    • ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  • নগদ মেধাবৃত্তি: ২ লক্ষ ৩৫ হাজার টাকা।
  • সম্মাননা পুরস্কার: সেরা ৫০০ জনের জন্য টি-শার্ট।
  • পার্টিসিপেন্ট গিফট: পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকে পাবে- চাবির রিং এবং ক্যালেন্ডার।
  • রেজিস্ট্রেশন: অনলাইন এবং নিকটস্থ যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করা যাবে।
  • মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান: ৮ ডিসেম্বর, ২০২৩