প্রিয় HSC-25 বিজ্ঞান পরীক্ষার্থী বন্ধুরা, সময়ের পরিক্রমায় তোমরা এখন কলেজ লাইফের প্রান্তিক সময়ে এসে পৌঁছেছ। আবার যেহেতু বোর্ড পরীক্ষার স্বল্প সময়ের ব্যবধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্ট অনুষ্ঠিত হয়, তাই বলা যায় স্বপ্নের এডমিশন টেস্টও তোমাদের সামনে। এজন্য এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে তোমাদের স্বপ্নপূরণের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করার এখনই উৎকৃষ্ট সময়। আর এ লক্ষ্যেই HSC-2025 পরীক্ষার্থীদের জন্য অনলাইনে আমাদের আয়োজন- “HSC ফাইনাল রিভিশন কোর্স & প্রি-এডমিশন কোর্স”। যার মাধ্যমে তোমরা যেমন HSC এর সম্পূর্ণ সিলেবাস গুছিয়ে রিভিশন সম্পন্ন করতে পারবে তেমনি বোর্ড পরবর্তী প্রতিযোগিতামূলক মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ভার্সিটি ‘ক’ এডমিশন টেস্টের জন্যও নিজেকে এগিয়ে রাখতে পারবে।
► কোর্সটি তোমাদের জন্য কেন প্রয়োজন?
- HSC বোর্ড পরীক্ষার পূর্বে সকল বিষয়ের কনসেপ্টসহ CQ ও MCQ কভার করে সম্পূর্ণ সিলেবাস গুছিয়ে একাধিকবার রিভিশন দেওয়া।
- HSC এর সিলেবাসে কোনোরূপ গ্যাপ থাকলে তা পরিপূর্ণভাবে কভার করা এবং নিজের খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে দৃঢ় প্রস্তুতি নিশ্চিত করা।
- সর্বোচ্চ নম্বর নিশ্চিত করে বোর্ড পরীক্ষায় A+ অর্জনে MCQ প্রশ্নে পূর্ণ দখল অর্জন করা।
- বিগত ভর্তি পরীক্ষাগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, HSC লাইফ থেকে যারা এডমিশন প্রস্তুতি কিছুটা হলেও এগিয়ে রাখে; তারাই পরবর্তীতে এডমিশন টেস্টের মেধাতালিকায় এগিয়ে থাকে। এজন্য HSC লাইফ থেকেই এডমিশন প্রস্তুতি এগিয়ে রাখা।
- HSC বোর্ড পরীক্ষার নম্বর যেহেতু এডমিশন টেস্টের জন্যেও ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তাই, বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করা।
► কোর্সটি যেভাবে তোমাদেরকে প্রস্তুত করবে-
- প্রতিটি বিষয়কে সিলেবাস ও গুরুত্ব অনুসারে বিভক্ত করে ১৫০টি স্মার্টবোর্ড লাইভ ক্লাস এবং সর্বনিম্ন ৮০টি প্রি-এডমিশন স্মার্টবোর্ড লাইভ ক্লাস নেওয়া হবে। যার মাধ্যমে তোমরা বিষয়ভিত্তিক দুর্বলতা কাটিয়ে যেমন গুছিয়ে রিভিশন সম্পন্ন করতে পারবে তেমনি এডমিশনের প্রস্তুতিও এখন থেকে এগিয়ে রাখতে পারবে।
- নিয়মিত অনুশীলন ও প্রস্তুতিকে অধিক কার্যকরী করে তুলতে এই কোর্সে রয়েছে ১৩৩টি বোর্ড স্ট্যান্ডার্ড MCQ লাইভ এক্সাম এবং সর্বনিম্ন ৮০টি প্রি-এডমিশন লাইভ MCQ এক্সাম। যার মাধ্যমে তোমরা বোর্ড পরীক্ষার দৃঢ় প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি এডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্নে নিয়মিত পরীক্ষা দিয়ে পূর্ব ধারণা অর্জন করতে পারবে।
- কোর্সে ভর্তিকৃতদের ডাউট সলভিংয়ের জন্য রয়েছে সার্বক্ষণিক Q&A সেবা। যার মাধ্যমে তোমরা পড়াশোনা বিষয়ক যেকোনো সমস্যা যেকোনো সময় উদ্ভাস-উন্মেষ এর এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সমাধান করে নিতে পারবে।
- এই সম্পূর্ণ কোর্সটি উদ্ভাস-উন্মেষ এর নিজস্ব সফটওয়্যার টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে উদ্ভাস-উন্মেষ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হবে। ফলে তোমরা দেশের যেকোনো প্রান্ত থেকে কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবে।
►কোর্স শুরু: ২২ ডিসেম্বর, ২০২৪
►কোর্স ফি: ৫০০০/- [২১ ডিসেম্বর পর্যন্ত 50% ছাড়ে ভর্তি চলছে]
►একনজরে কোর্সের উল্লেখযোগ্য সেবাসমূহ:
► ফাইনাল রিভিশন কোর্স
- সকল বিষয়ের A to Z (Concept + CQ + MCQ) রিভিশন সম্পন্নকরণ
- সর্বমোট ১৫০টি স্মার্টবোর্ড লাইভ ক্লাস
- সর্বমোট ১৩৩টি বোর্ড স্ট্যান্ডার্ড লাইভ MCQ এক্সাম
- CQ + MCQ প্র্যাকটিস শীট (PDF)
- শেষ মুহূর্তের ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক Q&A সার্ভিস
- ২০২৪ ব্যাচের ফাইনাল রিভিশন কোর্সের ক্লাসগুলো আর্কাইভ হিসেবে থাকবে
- দেশসেরা মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিটি ক্লাস
- প্রতিটি প্রশ্নের Analysis রিপোর্ট এবং Auto SMS-এ প্রতিটি রেজাল্ট
► প্রি-এডমিশন কোর্স
- মেডিকেল/ইঞ্জিঃ/ ভার্সিটি ‘ক’ আলাদা প্রি-এডমিশন ক্লাস
- সর্বনিম্ন ৮০টি প্রি-এডমিশন স্মার্টবোর্ড লাইভ ক্লাস
- সর্বনিম্ন ৮০টি প্রি-এডমিশন লাইভ MCQ এক্সাম
- ২০২৪ ব্যাচের প্রি-এডমিশন কোর্সের ক্লাসগুলো আর্কাইভ হিসেবে থাকবে
- ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক Q&A সার্ভিস
- শুধু বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য।