SSC 2022 ফাইনাল মডেল টেস্ট

শেষ মুহূর্তে তোমাদের দীর্ঘদিনের নেওয়া প্রস্তুতির সঠিক মান যাচাই, ভুল শুধরানো এবং ঘাটতিগুলো নির্ণয় করে পরীক্ষাভীতি দূর করতে ফাইনাল মডেল টেস্ট দেওয়ার বিকল্প নেই। এছাড়া শেষ মুহূর্তে ফাইনাল মডেল টেস্ট তোমাদের আত্মবিশ্বাসী করে তুলবে, যা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে অনেকটাই এগিয়ে রাখবে। আর এই লক্ষ্যেই ‘উদ্ভাস’-এর আয়োজন “SSC 2022 ফাইনাল মডেল টেস্ট” কার্যক্রম।

Enroll Now

প্রিয় SSC-2022 শিক্ষার্থী বন্ধুরা,

যে স্বপ্ন জীবনের অংশ হয়ে দাঁড়ায়, পরিকল্পিত পদক্ষেপ সেই স্বপ্নকে পরিপূর্ণতা এনে দেয়। তেমনই শিক্ষাজীবনে প্রতিটি পরিকল্পিত পদক্ষেপই এগিয়ে রাখবে তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যের পথে। তাই তোমাদের দৃঢ় পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনা অনুসারে প্রস্তুতিকে দৃঢ় রাখা খুব প্রয়োজন। ইতোমধ্যে তোমরা জেনেছো, বন্যার কারণে তোমাদের স্থগিত হওয়া SSC বোর্ড পরীক্ষা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই তোমাদের হাতে খুব একটা সময় নেই, তোমরা পরীক্ষার একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছ। বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা এতদিন যে প্রস্তুতি নিয়েছিলে পরীক্ষা স্থগিত হওয়ায় নিশ্চয়ই তাতে কিছুটা ছন্দপতন হয়েছে। আর সেই ছন্দপতন কাটিয়ে শেষ মহূর্তে প্রস্তুতিকে আরো দৃঢ় করার পাশাপাশি প্রস্তুতি যাচাই করে নিজের অবস্থান নির্ণয় করার এখন উপযুক্ত সময়।

 

এই শেষ মুহূর্তে তোমাদের দীর্ঘদিনের নেওয়া প্রস্তুতির সঠিক মান যাচাই, ভুল শুধরানো এবং ঘাটতিগুলো নির্ণয় করে পরীক্ষাভীতি দূর করতে ফাইনাল মডেল টেস্ট দেওয়ার বিকল্প নেই। কারণ ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে খুব সহজেই নিজের প্রস্তুতির অবস্থান নির্ণয় করা যায়। আর বেশি বেশি ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতিকে আরো দৃঢ় করার পাশাপাশি অপ্রতিদ্বন্দ্বী হিসেবে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে অনেকটাই এগিয়ে থাকা যায়।

 

এছাড়াও শেষ মুহূর্তে ফাইনাল মডেল টেস্ট তোমাদের আত্মবিশ্বাসী করে তুলবে, যা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে অনেকটাই এগিয়ে রাখবে। আর এই লক্ষ্যেই ‘উদ্ভাস’-এর আয়োজন “SSC 2022 ফাইনাল মডেল টেস্ট” কার্যক্রম। যার মাধ্যমে SSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে ধারাবাহিকভাবে পরীক্ষা দিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করা যাবে। যেখানে তোমাদের জন্য রয়েছে ০৯ টি ফাইনাল মডেল টেস্ট, ০৯টি সল্যুশন বুকসহ অনন্য সব সেবা।


► কোর্স বিবরণী:
  • ফাইনাল মডেল টেস্ট – ০৯টি
  • সল্যুশন বুক – ০৯টি
► শুরু: ২৩ আগস্ট, ২০২২
► কোর্স ফি: ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা) [প্রিভিয়াস SSC মডেল টেস্ট-এ ভর্তিকৃতদের জন্য ৫০০/- ছাড়]