ক্যাডেটদের জন্য SSC 2022 ফাইনাল মডেল টেস্ট

যাদের মূল টার্গেট দীর্ঘ দিনের এই ছুটিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে প্রস্তুতি শাণিত করার মাধ্যমে নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়া, তাদের জন্য উদ্ভাস-এর আয়োজন “SSC 2022 ফাইনাল মডেল টেস্ট”। যেখানে তোমরা SSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার মাধ্যমে বোর্ড পরীক্ষার মান, প্রশ্নের ধরন, সময় বণ্টন ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে।

Enroll Now
Image

প্রিয় SSC শিক্ষার্থী বন্ধুরা,

সামনেই তোমাদের SSC 2022 বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরু থেকে বোর্ড পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতিটা তোমরা ক্যাডেট স্কুলেই সম্পন্ন করেছো। আর এখন যেহেতু তোমরা দীর্ঘ দিনের একটা ছুটি পাচ্ছো, তাই এই ছুটির সময়টা তোমাদের প্রস্তুতিকে আরও শাণিত করতে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ এই সময়ের কার্যকরী প্রস্তুতিই তোমাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে অনেকটাই। আর এই উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হতে পারে বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে বেশি বেশি ফাইনাল মডেল টেস্ট দেওয়া। এর মাধ্যমে তোমাদের প্রস্তুতির সঠিক মান যাচাই এর সাথে নিজের ঘাটতির জায়গাগুলো সহজেই খুঁজে বের করা যাবে। যা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের পথকে আরও মসৃণ করতে কার্যকরী।

 

এছাড়া ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি তোমাদের আত্মবিশ্বাস অনেকাংশে বৃদ্ধি করবে। যা তোমাদেরকে বোর্ড পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে রাখবে। আর এই লক্ষ্যেই ক্যাডেটদের এই দীর্ঘ ছুটিকে সর্বোচ্চ কার্যকরী করতে ‘উদ্ভাস’ আয়োজন করেছে- “ক্যাডেটদের জন্য SSC 2022 ফাইনাল মডেল টেস্ট” কার্যক্রম। যেখানে তোমরা SSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার মাধ্যমে বোর্ড পরীক্ষার মান, প্রশ্নের ধরন, সময় বণ্টন ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। সর্বোপরি ফাইনাল মডেল টেস্ট দেওয়ার ফলে তোমাদের পরীক্ষা ভীতি দূর হবে। যার মাধ্যমে তোমরা এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে।

 

► শুরু: ৭ এপ্রিল, ২০২২

► কোর্স ফি: ৩০০০/- (তিন হাজার টাকা)

► কোর্স বিবরণী:
  • ফাইনাল মডেল টেস্ট – ০৯টি (ফিজিক্যালি)
  • বিষয়ভিত্তিক প্রিন্টেড প্রশ্নব্যাংক – ০৭টি
  • প্রতিটি পরীক্ষার আগে প্রশ্নব্যাংক সল্যুশন ক্লাস(অনলাইন)