প্রিয় HSC শিক্ষার্থী বন্ধুরা,
খুব শীঘ্রই তোমাদের বহু প্রতীক্ষিত HSC বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তোমরা এই দীর্ঘ সময় ধরে বোর্ড পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছো। তবে এখন শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিতে একটু ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। যেহেতু তোমরা দীর্ঘ দিনের একটা ছুটি পাচ্ছো। তাই এই সময়টা সর্বোচ্চ কার্যকরী হিসেবে ব্যবহার করতে হবে। এই সময়ে তোমাদের প্রস্তুতির মান যাচাই করে নিজের অবস্থান নির্ণয় করার আসল সময়। আর প্রস্তুতির মান যাচাই করা যায় বেশি বেশি ফাইনাল মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে। যা একজন শিক্ষার্থীর চূড়ান্ত প্রস্তুতিকে আরো শাণিত করে। এছাড়া এর মাধ্যমে একজন শিক্ষার্থী অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে ওঠে। যা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের পথকে আরও মসৃণ করতে কার্যকরী।
এই ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি তোমাদের আত্মবিশ্বাস অনেকাংশে বৃদ্ধি করবে। যা তোমাদেরকে বোর্ড পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে রাখবে। আর এই লক্ষ্যেই ক্যাডেটদের এই দীর্ঘ ছুটিকে সর্বোচ্চ কার্যকরী করতে ‘উদ্ভাস’ আয়োজন করেছে- “ক্যাডেটদের জন্য HSC 2022 ফাইনাল মডেল টেস্ট” কার্যক্রম। যেখানে তোমরা HSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার মাধ্যমে বোর্ড পরীক্ষার মান, প্রশ্নের ধরন, সময় বণ্টন ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। সর্বোপরি ফাইনাল মডেল টেস্ট দেওয়ার ফলে তোমাদের পরীক্ষা ভীতি দূর হবে। যার মাধ্যমে তোমরা এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে।
► শুরু: ৫ এপ্রিল, ২০২২
► কোর্স ফি: ৩৫০০/- (তিন হাজার পাঁচশত টাকা)
► কোর্স বিবরণী:
- ফাইনাল মডেল টেস্ট – ১২টি (ফিজিক্যালি)
- বিষয়ভিত্তিক প্রিন্টেড প্রশ্নব্যাংক – ০৬টি
- প্রতিটি পরীক্ষার আগে প্রশ্নব্যাংক সল্যুশন ক্লাস(অনলাইন)