ইঞ্জিনিয়ারিং ফাইনাল মডেল টেস্ট ২০২১

লক্ষ্য যাদের ইঞ্জিনিয়ারিং-এ নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার, তাদের এখন প্রস্তুতির ঘাটতিগুলো সঠিকভাবে নির্ণয় করা। এর মাধ্যমে একজন শিক্ষার্থী সুস্পষ্ট হতে পারবে কোন বিষয়ে কীভাবে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এছাড়া শেষ সময়ে নির্দিষ্ট বিষয় ধরে প্রস্তুতি গ্রহণ করলে তা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আর এই লক্ষ্যেই ‘উদ্ভাস’-এর আয়োজন “ইঞ্জিনিয়ারিং ফাইনাল মডেল টেস্ট ২০২১” কার্যক্রম।

Enroll Now
Image

প্রিয় ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

তোমরা এই দীর্ঘ সময়ের লালিত লক্ষ্যের একেবারে দ্বারপ্রান্তে এসে পৌঁছেছ। খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা। তাই প্রস্তুতির এই শেষ সময়টুকু সঠিকভাবে কাজে লাগানো খুব জরুরি। এই সময়ে সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি গ্রহণের চেষ্টায় নেমে পরে। কিন্তু চেষ্টাটা যদি সঠিক উপায়ে না হয় তাহলে এত কষ্টের পরও ফলাফল আশানরুপ হয় না। এর জন্য প্রয়োজন সঠিক গাইড লাইন। যা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সর্বোচ্চ কার্যকরী।

 

তাই গভীরভাবে পরিলক্ষণ করলেই বুঝা যায়, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি নিতে অনেক বেশি সহযোগী ফাইনাল মডেল টেস্ট। এর মাধ্যমে নিজের ঘাটতির যায়গাগুলো স্পষ্ট করা। যে কারণে একজন শিক্ষার্থী সুস্পষ্ট হতে পারে কোন বিষয়ে কীভাবে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এছাড়া শেষ সময়ে নির্দিষ্ট বিষয় ধরে প্রস্তুতি গ্রহণ করলে তা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আর এই লক্ষ্যেই ‘উদ্ভাস’-এর আয়োজন “ইঞ্জিনিয়ারিং ফাইনাল মডেল টেস্ট ২০২১” কার্যক্রম। এর মাধ্যমে একটি নির্দিষ্ট গাইড লাইনে পরীক্ষার্থীরা নিজদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারবে। তাছাড়া পরীক্ষার মান, সময়, সিলেবাস সম্পর্কে ধারনার সাথে সাথে পরীক্ষার্থীর পরীক্ষা ভীতি কমে আসবে অনেকাংশে।

 
শুরু: ১৬ এপ্রিল, ২০২২
►কোর্স ফি: ৩০০০/- (তিন হাজার টাকা)
►কোর্স বিবরণী:
  • পেপার ফাইনাল এক্সাম
  • সাবজেক্ট ফাইনাল এক্সাম
  • কম্বাইন্ড পেপার ফাইনাল
  • BUET প্রিলি স্পেশাল এক্সাম
  • DU_KA স্পেশাল এক্সাম
  • BUET Written স্পেশাল এক্সাম
►ভর্তি হলে যা যা পাবে:
  • ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক
  • BUET প্রশ্নব্যাংক
  • ইঞ্জিনিয়ারিং গুচ্ছ প্রশ্নব্যাংক
  • ফাইনাল সল্যুশন বুক