প্রিয় ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর ইতোমধ্যে মেডিকেলসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই এসব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই বলা যায় লক্ষ্য যাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি, তাদের জন্য ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে হাতে একেবারেই সময় কম। এজন্য কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে এই স্বল্প সময়ে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করা খুবই জরুরি। আর এই প্রস্তুতির লক্ষ্যে এখন সবচেয়ে কার্যকরী উপায় হলো বিগত বছরের ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক এর উপর পূর্ণ দখল অর্জন করা।
মূলত এই লক্ষ্যেই ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছুদের জন্য ‘উদ্ভাস’ এর আয়োজন- “ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক সল্যুশন কোর্স ২০২১”। এই কোর্সটিতে রয়েছে ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক এর বিশ্লেষণমূলক ০৩টি লাইভ সল্যুশন ক্লাস। প্রশ্নব্যাংক এর উপর চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে রাখা হয়েছে ০৫টি ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক স্পেশাল এক্সাম। MIST ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে রাখা হয়েছে ০১টি MIST স্পেশাল এক্সাম। এছাড়ও ভর্তিকৃত প্রত্যেক শিক্ষার্থীর জন্য ০১টি ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক ফ্রি তো রয়েছেই।
পরীক্ষার্থীদের সুবিধার্থে এই কোর্সটি অনলাইন ও অফলাইনের সমন্বয়ে সাজানো হয়েছে। যেখানে প্রতিটি Zoom লাইভ ক্লাসের ভিডিও পরবর্তীতে বারবার দেখার জন্য রয়েছে ক্লাসের রিপ্লে ভিডিও। গোছানো প্রস্তুতির জন্য ক্লাসের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ উপস্থাপনে রাখা হয়েছে- মাল্টিকালার PDF ক্লাসনোট। আর অনলাইন/অফলাইন যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের পর পরীক্ষার্থীদের জন্য রয়েছে পরীক্ষার ব্যাখ্যামূলক Analysis Report, যা ভুল শুধরানোর পাশাপাশি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কার্যকরী ভূমিকা পালন করবে
বিঃদ্রঃ ইতোমধ্যে উদ্ভাস-এর “ইঞ্জিনিয়ারিং + Biology ২০২১” কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য “ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক সল্যুশন কোর্স ২০২১” এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি!
শুরু: ১১ মার্চ, ২০২২
►কোর্স ফি: ১০০০/- (এক হাজার টাকা)
►কোর্স বিবরণী:
- ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক লাইভ সল্যুশন ক্লাস – ০৩টি (অনলাইন)
- ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক স্পেশাল এক্সাম – ০৫টি (ফিজিক্যালি + অনলাইন)
- MIST স্পেশাল এক্সাম – ০১টি (ফিজিক্যালি + অনলাইন)
- ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক ফ্রি!