HSC ICT ফুল কোর্স ২০২২

বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সকল বিষয়ে ভালো প্রস্তুতি থাকা জরুরি। অনেকে বোর্ড পরীক্ষার পূর্ব প্রস্তুতির ধারায় ICT বিষয়টিকে কম গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। এজন্যই আশানরূপ রেজাল্ট হয় না। তাই যাদের মূল টার্গেট ICT বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি তাদের জন্য উদ্ভাসের আয়োজন “HSC-ICT ফুল কোর্স ২০২২(অনলাইন)” কার্যক্রম।

Enroll Now
Image

প্রিয় HSC শিক্ষার্থী বন্ধুরা,

তোমাদের এখন মূল লক্ষ্য বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা। এর জন্য বোর্ড পরীক্ষার সকল বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। কারণ সকল বিষয়ে ভালো রেজাল্ট না করলে বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় আশানরূপ রেজাল্ট হবে না। এছাড়া তথ্যপ্রযুক্তির এই যুগে ICT বিষয়ের গুরুত্ব অনেক বেশি। এখন অনেকেরই স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে পড়ালেখা করার। তাদের জন্যেও প্রাথমিক ভিত্তি তৈরি হয়ে যাবে এর মাধ্যমেই।

 

তবে বোর্ড পরীক্ষার পূর্ব প্রস্তুতির এই ধারায় অনেকেই ICT বিষয়টিকে কম গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। কিন্তু তা ভাবার সুযোগ নেই। সকল বিষয়ের সমন্বয়ে ভালো রেজাল্ট করতে চাইলে এই বিষয়েও পড়ালেখা করতে হবে আরও পুঙ্খানুপুঙ্খভাবে। তাই যাদের মূল টার্গেট ICT বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি তাদের জন্য উদ্ভাসের আয়োজন “HSC ICT ফুল কোর্স ২০২২” কার্যক্রম।

 
►কোর্স শুরু: ১২ এপ্রিল, ২০২২

►কোর্স ফি: ৩৫০০/- (তিন হাজার পাঁচশত টাকা)

►কোর্স বিবরণী:
  • Zoom Live ক্লাস – ২৩টি
  • ডেইলি এক্সাম – ৪৬ সেট
  • Weekly এক্সাম – ২২ সেট
  • সাবজেক্ট ফাইনাল এক্সাম- ০২ সেট
  • প্রতিটি ক্লাসের মাল্টি কালার PDF ক্লাসনোট