ভার্সিটি ‘ক’ ফাইনাল মডেল টেস্ট ২০২১

যাদের মূল লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট বা বিজ্ঞান অনুষদ তাদের জন্যই মূলত ভার্সিটি ‘ক’ ফাইনাল মডেল টেস্ট ২০২১ এই কোর্স এর আয়োজন। কারণ এই সময়ে তোমরা ভার্সিটি ‘ক’ ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নে বেশি বেশি পরীক্ষা দিতে পারলে বিভিন্ন দিক দিয়ে উপকৃত হতে পারবে।

Enroll Now
Image

প্রিয় ভার্সিটি ‘ক’ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

তোমরা জানো যে, খুব শীঘ্রই তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই বলাই যায়, তোমাদের হাতে খুব বেশি সময় নেই; পরীক্ষা একেবারেই সন্নিকটে। এজন্য এখনই উৎকৃষ্ট সময় প্রস্তুতি শেষে নিজের বর্তমান অবস্থার যাচাই করা। সেই সাথে বারবার পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থান আরও দৃঢ় করার। একারণেই ভার্সিটি ‘ক’ ভর্তি পরীক্ষার পূর্বে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে উদ্ভাস-এর আয়োজন “ভার্সিটি ‘ক’ ফাইনাল মডেল টেস্ট ২০২১” কার্যক্রম।

 

যাদের মূল টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট বা বিজ্ঞান অনুষদ তাদের জন্যই মূলত এই কোর্স এর আয়োজন। এই সময়ে তোমরা ভার্সিটি ‘ক’ ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নে বেশি বেশি পরীক্ষা দিতে পারলে বিভিন্ন দিক দিয়ে উপকৃত হতে পারবে। যেমন, ঢাবি ‘ক’ ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ, সময়, মান ইত্যাদির সাথে পরিচিত হওয়া এবং পরীক্ষাভীতি দূর করে সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো। প্রত্যাশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারবে।

 
শুরু: ১৯ এপ্রিল, ২০২২
►কোর্স ফি: ২৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা)
►কোর্স বিবরণী:
  • পেপার ফাইনাল এক্সাম
  • সাবজেক্ট ফাইনাল এক্সাম
  • কম্বাইন্ড পেপার ফাইনাল
  • ঢাবি 'ক' স্পেশাল এক্সাম
►ভর্তি হলে যা যা পাবে:
  • ভার্সিটি ‘ক’ প্রশ্নব্যাংক
  • DU ‘ক’ প্রশ্নব্যাংক
  • GST গুচ্ছ প্রশ্নব্যাংক
  • ফাইনাল সল্যুশন বুক