প্রিয় কৃষি গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
খুব শীঘ্রই তোমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এখন থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রস্তুতির সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য খেয়াল রাখতে হবে, সামান্য উদাসীনতা যেন তোমাদের লক্ষ্যভ্রষ্টের কারণ না হয়। এ কারণে সকল দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে, লক্ষ্যের প্রতি অটুট থেকে একনিষ্ঠভাবে সামনে এগিয়ে যেতে হবে। তাই এখন তোমরা যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছ, তাদের আলাদাভাবে প্রস্তুতির জন্য এটিই উপযুক্ত সময়।
তোমরা জানো, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিট সংখ্যা তুলনামূলক বেশি; তাই ধরে নেওয়া যায় প্রতিযোগীর সংখ্যাও অনেক বেশি হবে। এজন্য তোমাদের নিজেকে প্রমাণ করার সুযোগও থাকবে বেশি। একারণে এখন থেকেই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার লক্ষ্যে বিশেষভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। এমন উদ্দেশ্যেই নিজের প্রস্তুতির মান পুনরায় যাচাই করা, প্রস্তুতির ঘাটতিগুলো খুঁজে বের করে পূরণ করা এবং প্রস্তুতিতে আরো কৌশলী হওয়া। আর এই লক্ষ্যেই তোমাদের স্বপ্নপূরণের সহযোগী হিসেবে উদ্ভাস-এর আয়োজন “কৃষি গুচ্ছ স্পেশাল কোর্স”। যার মাধ্যমে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষার মান, প্রশ্নের ধরন, সময় বণ্টন ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। সর্বোপরি কৃষি গুচ্ছ স্পেশাল কোর্স এর মাধ্যমে তোমাদের পরীক্ষাভীতি দূর হবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
বি:দ্র: এডমিশন ২০২৪ মেডিকেল + ভার্সিটি Math, ইঞ্জিনিয়ারিং + Biology এবং ভার্সিটি ‘ক’ ফুল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য কোর্সটি সম্পূর্ণ ফ্রি!
► কোর্স শুরুঃ ৯ মার্চ, ২০২৫
► কোর্স ফিঃ ১৫০০/- (এক হাজার পাঁচশত টাকা)
► কোর্স বিবরণীঃ
- সাবজেক্ট ফাইনাল এক্সাম: ৫টি
- কৃষি গুচ্ছ প্রশ্নব্যাংক মডেল টেস্ট: ১টি
- ফাইনাল মডেল টেস্ট: ৫টি
- কৃষি গুচ্ছ প্রশ্নব্যাংক: ১টি