বাড়িয়ে নাও সম্ভাবনা, জিতে নাও মেধাবৃত্তি
প্রিয় এডমিশন’২৪ ঢাবি ‘ক’ ইউনিট ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নপূরণের সময় এখন একেবারেই সন্নিকটে। মেধা ও প্রচেষ্টার মাধ্যমে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা প্রতিনিয়ত তোমাদের ভেতরে উঁকি দিচ্ছে। ইতোমধ্যে তোমরা জেনেছ যে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রস্তুতির বর্তমান অবস্থা যাচাই করা এবং স্বপ্নপূরণের পথে নিজেকে আরও দক্ষ ও অপ্রতিদ্বন্দ্বী করে তোলা। মূলত এ লক্ষ্যেই, এডমিশন’২৪ ব্যাচের ঢাবি ‘ক’ ইউনিট ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আগামী ৩১ জানুয়ারি উদ্ভাস আয়োজন করেছে "ঢাবি ‘ক’ সম্ভাবনা পরীক্ষা ২০২৪"। এই পরীক্ষা উদ্ভাস-উন্মেষ এর ৯১টি শাখায় একযোগে অফলাইনে অনুষ্ঠিত হবে।
সর্বমোট ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি!
এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে স্বল্প সময়ে তোমরা ঢাবি ‘ক’ ইউনিটের সম্পূর্ণ সিলেবাস রিভিশন করতে পারবে, প্রস্তুতির গ্যাপগুলো চিহ্নিত করে তা পূরণ করতে পারবে এবং মূল ভর্তি পরীক্ষার কাঠামো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সক্ষম হবে। যেহেতু ঢাবি ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের MCQ এবং লিখিত অংশে বিভাজিত এবং দুটি অংশেই উত্তীর্ণ হওয়া আবশ্যক, তাই এই পরীক্ষাটি ঢাবি ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার অনুরূপ প্যাটার্নে নেওয়া হবে।
- যারা অংশগ্রহণ করতে পারবে: ২০২৪ শিক্ষাবর্ষে ভার্সিটি ‘ক’ ভর্তিচ্ছু যেকোনো শিক্ষার্থী।
- পরীক্ষার ধরন: ঢাবি ‘ক’ ভর্তি পরীক্ষা অনুরূপ (MCQ ৬০ নম্বর, লিখিত ৪০ নম্বর; সময় ১:৩০ মিনিট)।
- পরীক্ষার কেন্দ্র: দেশব্যাপী উদ্ভাস-এর ৯১টি শাখায় একযোগে অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার সময়সূচি: SMS এর মাধ্যমে জানানো হবে।
- পরীক্ষার ফি: ১০০/-
- পরীক্ষার তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৫
- মেধাবৃত্তি: ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি
- রেজিস্ট্রেশন: অনলাইন/নিকটস্থ যেকোনো শাখায় রেজিস্ট্রেশন করা যাবে।
মেধাস্থান |
নগদ মেধাবৃত্তি (এককালীন) |
১ম |
১০,০০০/- |
২য় |
৮,০০০/- |
৩য় |
৬,০০০/- |
৪র্থ-১০ম |
প্রত্যেকে ৩,০০০/- |
১১তম-২০তম |
প্রত্যেকে ২,০০০/- |
২১তম-৫০তম |
প্রত্যেকে ১,৫০০/- |
৫১তম-১০০তম |
প্রত্যেকে ১,০০০/- |
১০১তম-২০০তম |
প্রত্যেকে ৫০০/- |
২০১তম-৫০০তম |
প্রত্যেকে ৩০০/- |
এছাড়াও মূল ভর্তি পরীক্ষায় যে সকল উদ্ভাসিয়ান কৃতিত্বের স্বাক্ষর রাখবে তাদের সম্মানার্থে প্রদান করা হবে ৩ লক্ষ ৮১ হাজার টাকার উচ্চশিক্ষা বৃত্তি (এককালীন)